সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় ম্যাচের আগে অস্ট্রেলিয়া শিবির নিয়ে বড়সড় দাবি করলেন সুনীল গাভাসকর। ‘লিটল মাস্টারে’র দাবি, পারথ টেস্টেই স্পষ্ট অস্ট্রেলিয়া শিবিরে ফাটল ধরেছে। দল বিভক্ত। যেভাবে প্রাক্তন বর্তমান ক্রিকেটারদের নিশানা করছেন, তাতেই বোঝা যায় অজিরা ভয় পাচ্ছে।
আসলে পারথে প্রথম টেস্টে হারের পর অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজেলউড প্রকাশ্যেই দলের ব্যাটারদের নিশানা করেন। একপ্রকার বলেই দেন, অস্ট্রেলিয়া হেরেছে ব্যাটারদের ব্যর্থতার জেরেই। হ্যাজেলউডের সেই মন্তব্য হাতিয়ার করে গাভাসকর বললেন, “অস্ট্রেলিয়া দলের অন্দরে যে চিড় ধরেছে সেটা আন্দাজ করাই যাচ্ছে। প্রাক্তনরা ক্রিকেটারদের মাথা কেটে নেওয়ার মতো কথা বলছেন। কেউ কেউ দলে চিড়ের কথা বলছেন। এতেই স্পষ্ট অস্ট্রেলিয়াকে আতঙ্ক গ্রাস করছে।”
গাভাসকরের বক্তব্য, “প্রথম টেস্টের পর হ্যাজেলউডের ওই বক্তব্য, তার পরই জানা গেল হ্যাজেলউড দ্বিতীয় টেস্টে নেই। হয়তো গোটা সিরিজেই তিনি নেই। প্রথম টেস্টে নাকি নাকি তিনি চোট পেয়েছিলেন। কিন্তু কেউ দেখেনি কখন সে চোট পেল।” এরপরই গাভাসকরের রসালো কটাক্ষ, “আগে যা ভারতীয় ক্রিকেটে দেখা যেত, এবার সেটাই অস্ট্রেলিয়া ক্রিকেটে দেখা যাচ্ছে। আমার ব্যাপারটা বেশ মজাদার লাগছে।”
এখানেই শেষ নয়, অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকেও তুলোধোনা করেছেন গাভাসকর। তিনি বলছেন, পারথ টেস্টের পিচ নিয়ে কত তথ্য ছড়ানো হয়েছিল। রীতিমতো ভীতির সঞ্চার করার চেষ্টা হয়েছে। লিটল মাস্টার বলছেন, “এই পিচে নাকি গতি আর বাউন্স থাকবে। কত তথ্য ছড়ানো হচ্ছিল। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা নন, এই তথ্য ছড়িয়েছে অস্ট্রেলিয়ার মিডিয়া। আতঙ্ক ছড়ানোর চেষ্টা।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.