Advertisement
Advertisement
Border Gavaskar Trophy

কোহলির কামব্যাক নিয়ে আশাবাদী সৌরভ, অজিদের বিরুদ্ধে সিরিজের আগে পরামর্শ গম্ভীরকেও

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চুনকামের পরও বিরাট-গম্ভীরের পাশেই সৌরভ গঙ্গোপাধ্যায়।

Border Gavaskar Trophy: Sourav Ganguly backs Virat Kohli on his poor form
Published by: Arpan Das
  • Posted:November 18, 2024 2:47 pm
  • Updated:November 18, 2024 2:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন রানের মধ্যে নেই বিরাট কোহলি। শেষ টেস্ট সেঞ্চুরি এসেছে প্রায় বছর দেড়েক আগে। অথচ সামনেই বর্ডার গাভাসকর ট্রফি। সেখানে কি চেনা ছন্দে ফিরবেন ‘কিং’ কোহলি? আশাবাদী ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। কোহলির যে প্রত্যাবর্তন ঘটবেই, তেমনটাই মনে করেন ‘মহারাজ’। সেই সঙ্গে গম্ভীরকে আরও সময় দিতে চান তিনি।

সম্প্রতি রেভস্পোর্টসকে দেওয়া একটি সাক্ষাৎকারে সৌরভ বলেন, “বিরাট চ্যম্পিয়ন ব্যাটার। অস্ট্রেলিয়ার মাটিতে তো ও আগেও সাফল্য পেয়েছে। ২০১৪-এ চারটি সেঞ্চুরি করেছে, ২০১৮-এও একটা শতরান আছে। এই সিরিজটায় ভালো করতে বিরাট মুখিয়ে থাকবে। বিরাটও এটা জানে যে, অস্ট্রেলিয়ায় হয়তো এটাই ওর টেস্টে শেষ সুযোগ। ফলে সব দিক থেকেই এই সিরিজটা ওর জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে।”

Advertisement

কিন্তু নিউজিল্যান্ড সিরিজেও তো ফর্মে ছিলেন না বিরাট? সেই ‘অফ ফর্ম’ কি কোনওভাবে বাধা হয়ে দাঁড়াবে? সৌরভ অবশ্য সেই সব নিয়ে বিন্দুমাত্র ভাবছেন না। তাঁর বক্তব্য, “নিউজিল্যান্ড সিরিজে পিচ খুব একটা ব্যাটিং সহায়ক ছিল না। অস্ট্রেলিয়ার পরিবেশ ও নিঃসন্দেহে পছন্দ করবে। ওখানে পিচ খুব ভালো হবে। আমি নিশ্চিত, বিরাট অস্ট্রেলিয়া সিরিজে খুব ভালো খেলবে।”

শুধু বিরাট তো নন, ভারতের পারফরম্যান্স নিয়ে সার্বিক চিন্তা রয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চুনকামের লজ্জা। গম্ভীরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। সৌরভ যদিও মনে করেন, ভারতের কোচকে আরও একটু সময় দেওয়া দরকার। তিনি বলেন, “আমি তো বলব, ওকে ওর মতো কাজ করতে দিন। আমি দেখলাম, প্রেস কনফারেন্সে ওর বক্তব্য নিয়ে অনেক সমালোচনা হয়েছে। গম্ভীর তো এরকমই। সেরকমই থাকুক। এভাবেই ও আইপিএল জিতেছে। ওকে নিয়ে একটু বেশিই সমালোচনা হচ্ছে। যেহেতু তিনটে টেস্ট আর শ্রীলঙ্কার বিরুদ্ধে একটা ওয়ানডে সিরিজ হেরেছে, তাই ওর কথা এত সুন্দর মনে হয়নি। কিন্তু গম্ভীর এরকমই। গম্ভীর যা বলেছে, তাতে ভুল নেই। মাত্র দু-তিনমাস কেটেছে। আর এখনই ওকে বিচার করার দরকার নেই।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement