জশপ্রীত বুমরাহ। ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy)। অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে এর আগে দুবারই জিতেছিল টিম ইন্ডিয়া। এবার হ্যাটট্রিকের লক্ষ্যে মাঠে নামবেন রোহিত শর্মারা। যদিও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হেরে প্রবল চাপে গম্ভীর বাহিনী। এবার অস্ট্রেলিয়াতে যে বুমরাহকে (Jasprit Bumrah) রোদে পোড়ানো হবে, সেই সাবধানবাণী দিয়ে রাখলেন প্রাক্তন কিউয়ি ক্রিকেটার।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে খেলানো হয়নি বুমরাহকে। জয়ের কাছে এসে মুম্বইয়েও হারতে হয়েছে রোহিতদের। ঘরের মাঠে চুনকাম হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থান হাতছাড়া হয়েছে। এবার অস্ট্রেলিয়ায় ৫টির মধ্যে ৪টি টেস্টেই জিততে হবে WTC ফাইনালে যাওয়ার জন্য। আর সেখানে বুমরাহদের জন্য স্মিথ, লাবুশানেরা ছাড়া আরও একটা সমস্যা থাকবে। সেটা হল অস্ট্রেলিয়ার প্রবল গরম। নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সাইমন ডুলের মতে সেভাবেই ক্রীড়াসূচি বানানো হয়েছে।
তিনি বলেন, “অস্ট্রেলিয়া চালাকির সঙ্গে একটা কাজ করেছে। সেটা হল ক্রীড়াসূচি তৈরি করা। ওরা জানে ভারতের ব্যাটাররা মাঝেমধ্যে চাপে ফেলবে ঠিকই, কিন্তু আসল ভয় বুমরাহকে নিয়ে। তাই তারা তিনটে দ্রুত ও কঠিন পিচ তৈরি করেছে। এছাড়া দিনরাতের পিঙ্কবল টেস্ট তো আছেই। সব মিলিয়ে বুমরাহকে খাটিয়ে ক্লান্ত করে দেওয়া হবে। পার্থের রোদে পোড়ানো হবে, যেখানে ও অনেক ওভার বল করবে। তার পর দ্বিতীয় টেস্টে অ্যাডিলেডে পিঙ্কবল টেস্টেও প্রচুর বল করতে হবে।”
ডুলের সংযোজন, “ব্রিসবেনে পেসাররা সাহায্য পায়। আগের দুটো টেস্টেই বুমরাহকে শুষে নেওয়া হবে। তিন টেস্টে প্রচুর বল করার পর স্বাভাবিকভাবেই ওরা চেষ্টা করবে অন্য কাউকে দলে নেওয়ার। ফলে অস্ট্রেলিয়ার দিক থেকে এটা খুব চতুর একটা পরিকল্পনা।” এর মধ্যে বিপদ বাড়িয়েছে মহম্মদ শামির চোট। তিনি অস্ট্রেলিয়া সফরে নেই। বুমরাহ ছাড়াও পেসার আছেন মহম্মদ সিরাজ, আকাশ দীপ, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.