Advertisement
Advertisement
Border Gavaskar Trophy

বড় ধাক্কা, গুরুতর চোটে পারথ টেস্টে বাদ গিল, বিকল্পের খোঁজে ভারতীয় শিবির!

ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পান ভারতীয় ব্যাটার।

Border Gavaskar Trophy: Shubman Gill has injured his finger during match simulation practice
Published by: Arpan Das
  • Posted:November 16, 2024 3:26 pm
  • Updated:November 16, 2024 7:51 pm

দেবাশিস সেন, পারথ: বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy) আগে ক্রমশ দুশ্চিন্তা বাড়ছে ভারতীয় দলের। এর আগে আহত হয়েছিলেন বিরাট কোহলি ও কেএল রাহুল। এবার সেই তালিকায় নাম লেখালেন শুভমান গিল (Shubman Gill)। ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পান ভারতীয় ব্যাটার। আঙুলের হাড় ভাঙার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবার প্রথম টেস্ট থেকে বাদই পড়লেন তিনি। সেক্ষেত্রে বিকল্প হিসেবে খেলতে পারেন কে?

২২ নভেম্বর থেকে পারথের অপ্টাস স্টেডিয়ামে শুরু হবে বর্ডার-গাভাসকর ট্রফি। অপ্টাস স্টেডিয়ামের পেস এবং বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়ার জন‌্য ওয়াকাকেই ট্রেনিং গ্রাউন্ড হিসেবে বেছে নিয়েছে ভারত। কারণ, সে মাঠের গতি-বাউন্সের সঙ্গে প্রভূত মিল রয়েছে অপ্টাস স্টেডিয়ামের। সেখানে চলছে ম্যাচ সিমুলেশন। তখনই বিপত্তি। স্লিপে ফিল্ডিং করছিলেন শুভমান। আচমকাই একটি বল এসে লাগে তাঁর হাতে। আঙুলে চোট লেগেছে ভারতীয় ব্যাটারের।

Advertisement

তবে তাঁর চোট কতটা গুরুতর তা এখনও জানা যায়নি। টিম ম্যানেজমেন্টের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী তিনদিন শুভমানের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। তার পরই ঠিক করা হবে পারথে তিনি নামতে পারবেন কি না? কিন্তু পরে জানা যায়, প্রথম টেস্ট থেকে বাদ পড়েছেন তিনি। সেক্ষেত্রে বিকল্প হিসেবে উঠে আসছে ঋতুরাজ গায়কোয়াড় ও সাই সুদর্শনের নাম। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টেস্টে ঘাড়ের চোটের জন্য খেলতে পারেননি শুভমান। এবার ফের চোটের হানা। বর্ডার-গাভাসকর ট্রফি শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। তার মধ্যেই আশঙ্কার কালো মেঘ ভারতীয় শিবিরে।

উল্লেখ্য, এর আগে অনুশীলনে চোট পেয়েছিলেন সরফরাজ খান। তার পর খবর আসে, আহত হয়েছেন বিরাট কোহলি ও কেএল রাহুলও। প্রথম টেস্টে রোহিত শর্মা যদি একান্তই খেলতে না পারেন তাহলে রাহুলের ওপেন করার সম্ভাবনা প্রবল। অন্যদিকে ফর্মে ফিরতে মরিয়া কোহলির দিকেও তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা। তবে পরবর্তী রিপোর্টে জানা যায়, দুজনের চোটই গুরুতর নয়। এর মধ্যেই নয়া বিপত্তি শুভমানকে নিয়ে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement