Advertisement
Advertisement

Breaking News

Border Gavaskar Trophy

বর্ডার গাভাসকর ট্রফিতেও অনিশ্চিত শামি! পেসারের চোট নিয়ে মুখ খুললেন খোদ রোহিত

চোটের জন্য দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে ভারতের তারকা পেসার।

Border Gavaskar Trophy: Rohit Sharma says it is difficult to make a call on Mohammed Shami for the series
Published by: Arpan Das
  • Posted:October 15, 2024 2:15 pm
  • Updated:October 15, 2024 5:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চাশ ওভারের বিশ্বকাপে নামার পরে চোট সমস্যায় আর খেলতে পারেননি মহম্মদ শামি(Mohammed Shami)। চলতি বছরের শেষে ভারতের অস্ট্রেলিয়া সফর রয়েছে। সেই সিরিজে কি খেলবেন শামি? তাঁকে নিয়ে চিন্তায় খোদ রোহিত শর্মাও(Rohit Sharma)। আদৌ শামিকে বর্ডার গাভাসকর সিরিজে(Border Gavaskar Trophy) খেলতে দেখা যাবে কিনা, তা নিয়ে প্রশ্নচিহ্ন রেখে দিলেন ভারত অধিনায়ক।

আপাতত সুস্থ হওয়ার পথে এগোচ্ছেন শামি। রিহ্যাবে কোনও সমস্যা হয়নি। স্বাভাবিক ছন্দেই রিকভারি চালিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু নিউজিল্যান্ড সিরিজে জায়গা হয়নি। এমনকী বাংলার রনজি দলেও নেই। মাঝে খবর রটেছিল, এনসিএতে রিহ্যাব চলাকালীন ফের চোট পেয়েছেন মহম্মদ শামি। সেটা যে নেহাৎই গুজব, তা সোশাল মিডিয়ায় স্পষ্ট করে দিয়েছেন তিনি।

Advertisement

কিন্তু তার পরও চিন্তা রইল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের আগে রোহিত বললেন, “সত্যি কথা বলতে শামিকে অস্ট্রেলিয়া সফরের জন্য এখনই ভাবা কঠিন। ওর গোড়ালিতে এখনও সমস্যা রয়েছে। যে কারণে আবার নতুন করে অনেক কিছু শুরু করতে হচ্ছে। ও এখন এনসিএ-তে ডাক্তার আর ফিজিওদের সঙ্গে রয়েছে। আমরা অস্ট্রেলিয়ায় অর্ধেক ফিট অবস্থায় শামিকে নিয়ে যেতে পারি না। আমরা প্রার্থনা করছি যাতে ও খেলতে পারে।”

ভারত অধিনায়কের আরও বক্তব্য, “শামি এখন সুস্থ হওয়ার পথে এগোচ্ছে। খুব দ্রুত ১০০ শতাংশ দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। একজন পেসারের পক্ষে কাজটা কঠিন। এতদিন পরে ক্রিকেট থেকে দূরে থাকার পর হঠাৎ করে মাঠে ফিরে সেরাটা দেওয়া মুশকিল। সেটা ঠিকও হবে না। আমরা ওকে সুস্থ হওয়ার পর্যাপ্ত সময় দিতে চাই, যাতে ও ১০০ শতাংশ সুস্থ হয়ে ওঠে। ফিজিও, ট্রেনার, ডাক্তাররা ওকে সুস্থ করার কাজ চালাচ্ছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য ওকে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ খেলতে হবে।” কদিন আগে শামি নিজেই চোটের খবর নিয়ে ওঠা গুজব উড়িয়ে লিখেছিলেন, বর্ডার গাভাসকর ট্রফিতে খেলতে তৈরি। কিন্তু রোহিতের গলায় অন্য সুরে উদ্বেগ বাড়ছে ক্রিকেটভক্তদের। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement