Advertisement
Advertisement
Rohit Sharma

টানা ৪ টেস্টে হার, লজ্জার নজিরে ধোনি, কোহলির পাশেই নাম অধিনায়ক রোহিতের

পিতৃত্বকালীন ছুটি থেকে ফিরে নেতৃত্বের দায়িত্ব পেতেই অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হারের সম্মুখীন হলেন রোহিত শর্মা।

Border Gavaskar Trophy: Rohit Sharma matches MS Dhoni and Virat Kohli with horror run as Test captain
Published by: Arpan Das
  • Posted:December 8, 2024 4:32 pm
  • Updated:December 8, 2024 4:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্ট সহজেই জিতেছিল ভারত। কিন্তু অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে চূড়ান্ত ব্যর্থ টিম ইন্ডিয়া। পিতৃত্বকালীন ছুটি থেকে ফিরে নেতৃত্বের দায়িত্ব পেতেই অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হারের সম্মুখীন হলেন রোহিত শর্মা। আর তার সঙ্গেই লজ্জার রেকর্ডে নাম উঠল ভারত অধিনায়কের। যে তালিকায় আগে নাম ছিল এমএস ধোনি, বিরাট কোহলি, শচীন তেণ্ডুলকর, মনসুর আলি খান পতৌদিদের।

এমনিতে মাত্র ১০৩১ বলের মধ্যেই গুঁটিয়ে গেল দিন-রাতের টেস্ট। এত কম বলে এর আগে কখনও ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ শেষ হয়নি। ১০ উইকেটে হারল টিম ইন্ডিয়া। রোহিত ছাড়া একমাত্র বিরাট কোহলিই ভারতীয় অধিনায়ক হিসেবে সব ফরম্যাটের ক্রিকেটে ১০ উইকেটে হেরেছেন।

Advertisement

এখানেই শেষ নয়। অধিনায়ক হিসেবে এই নিয়ে টানা চারটি টেস্ট হারলেন রোহিত। এর আগে দেশের মাটিতে তিন টেস্টের সিরিজে নিউজিল্যান্ডের কাছে চুনকাম হতে হয়েছিল। তার পর অস্ট্রেলিয়ায় এসেই হার। এর আগে একাধিক ভারত অধিনায়ককেই এই লজ্জার শিকার হতে হয়েছিল। যার সর্বশেষ উদাহরণ বিরাট কোহলি। বর্ডার গাভাসকর ট্রফির গত সফরের অ্যাডিলেড টেস্ট, তার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি ও ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্টে হেরেছিল কোহলির নেতৃত্বাধীন ভারত। ২০১১ সালে ও ২০১৪ সালে ধোনিও অধিনায়ক হিসেবে টানা চারটি টেস্ট হেরেছিলেন।

তবে ভারতীয় অধিনায়ক হিসেবে টানা সবচেয়ে বেশি টেস্ট হেরেছিলেন মনসুর আলি খান পতৌদি। ১৯৬৭-৬৮ সালে তিনি ছটি টেস্ট হেরেছিলেন। ১৯৯৯-২০০০ সালে শচীন তেণ্ডুলকর টানা ৫টি টেস্ট হেরেছিলেন। বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতের পরের টেস্ট শুরু ১৪ ডিসেম্বর থেকে। এবার দেখার ভারত সেখানে কামব্যাক করতে পারে কিনা?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement