সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ, আর তাতে দুপক্ষের বাদানুবাদ হবে না, তা কী হয়? পারথ টেস্টে ধুন্ধুমার লেগেছিল হর্ষিত রানা আর মার্নাস লাবুশেনের মধ্যে। আর অ্যাডিলেডেও একপ্রান্তে রইলেন লাবুশেন। অন্যদিকে রইলেন মহম্মদ সিরাজ। আবার স্লেজিংয়ে জড়িয়ে পড়লেন বিরাট কোহলিও।
ঘটনার সূত্রপাত অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময়। দিন-রাতের টেস্টে ২৫তম ওভারে বল করছিলেন সিরাজ। উলটো দিকে ছিলেন লাবুশেন। আচমকাই লাবুশেন ক্রিজ থেকে বেরিয়ে যান। কী ব্যাপার? আসলে সাইটস্ক্রিনের ধার দিয়ে এক ব্যক্তি অনেকগুলো বিয়ারের গ্লাস নিয়ে যাচ্ছিলেন। একটার উপর একটা রাখায় তা দেখতে অনেকটা সাপের মতো দেখায়। যে কারণে একে বিয়ার স্নেকও বলা হয়। তাতেই কিছুটা বিভ্রান্ত হয়ে সরে দাঁড়ান লাবুশেন।
উলটো দিক থেকে সেটা বোঝার উপায় ছিল না সিরাজের। লাবুশেন সরে দাঁড়ানোয় ভারতীয় পেসার বিরক্ত হন। আচমকা তিনি বল ছুঁড়ে বসেন লাবুশেনের গায়ে। বিষয়টা আর বেশি দূর গড়ায়নি। কিন্তু পরের বলেই সিরাজকে বাউন্ডারি হাঁকান অজি ব্যাটার। তার পরই ঘটে আরেক কাণ্ড। ওই ওভারের শেষ বলে দেখা যায়, সিরাজের বলের গতি ১৮১.৬ কিলোমিটার প্রতি ঘণ্টা। স্পষ্টতই যা, গতিবেগ মাপার যন্ত্রের গণ্ডগোল।
• Man runs behind the sight screen with a beer snake
• Marnus pulls away while Siraj is running in
• Siraj is not happyAll happening at Adelaide Oval 🫣 #AUSvIND pic.twitter.com/gRburjYhHg
— 7Cricket (@7Cricket) December 6, 2024
কিন্তু সিরাজের গতির নমুনা পেয়ে ভাইরাল DSP মিম। নেটিজেনদের বক্তব্য, স্পিডোমিটারও ডিএসপি সিরাজকে ভয় পায়। যদিও তাতে উইকেট মেলেনি। তবে বুমরাহর বলে একেবারেই স্বচ্ছন্দে ছিলেন না লাবুশেন। চাপ বাড়ানোর জন্য আসরে নামেন কোহলি। বুমরাহকে উদ্দেশ্য করে চিৎকার করে তিনি বলেন, “ও তোমার বল কিছুই বুঝতে পারছে না।” তাতে অবশ্য কাজের কাজ হয়নি। দিনের শেষে ২০ রানে অপরাজিত আছেন লাবুশেন। অন্যদিকে ৩৮ রানে ব্যাট করছেন ম্যাকসুইনি।
Always in the game, always in the ear! 😁👑🗣
ICYMI 👉🏻@imVkohli’s stump mic gold from the ongoing #PinkBallTest! 🔥#AUSvINDOnStar 2nd Test 👉 LIVE NOW on Star Sports! #AUSvIND | #ToughestRivalry pic.twitter.com/9zuqd3hdAb
— Star Sports (@StarSportsIndia) December 6, 2024
“Saar DSP Saaar, shocking the world saar…. 181.6 KM/H saar !!
Salute saar” 🫡😭 pic.twitter.com/AiwJ2eru3d— R🦅 (@141ovalclassic) December 6, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.