Advertisement
Advertisement
Border Gavaskar Trophy

চুনকামের পর কোপ ‘ফ্যামিলি টাইমে’! সিরিজ শুরুর ১৭ দিন আগে অস্ট্রেলিয়ায় দুই ভারতীয় ক্রিকেটার

প্রস্তুতি ম্যাচে খেলবেন দুই তারকা ক্রিকেটার।

Border Gavaskar Trophy: KL Rahul and Dhruv Jurel to reach Australia before India Team

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:November 4, 2024 2:58 pm
  • Updated:November 4, 2024 6:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চুনকাম হতে হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে ৪-০ জিততে হবে ভারতীয় দলকে। এহেন পরিস্থিতিতে কে এল রাহুল এবং ধ্রুব জুরেলকে ১৭ দিন আগে অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। অজিভূমে গিয়ে ভারতীয় ‘এ’ দলের হয়ে খেলবেন দুই ব্যাটার।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হারের পর থেকেই প্রশ্ন উঠছে, ভারতীয় ব্যাটাররা কি আদৌ পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে সিরিজ খেলতে নেমেছিলেন? সুনীল গাভাসকরের মতো কিংবদন্তিও স্পষ্ট বলেছেন, অস্ট্রেলিয়ায় গিয়ে অবশ্যই প্রস্তুতি ম্যাচ খেলা উচিত ভারতের। তার পরেই শোনা গিয়েছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শেষ হওয়ার পরে আর ছুটি পাননি রাহুলরা। সোমবারই হয়তো অস্ট্রেলিয়ায় পৌঁছে যাবেন তাঁরা। সেখানে গিয়ে ভারতীয় ‘এ’ দলের হয়ে একটি ম্যাচও খেলবেন।

Advertisement

উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্কোয়াডে থাকলেও মাত্র একটি টেস্টে খেলেছিলেন রাহুল। দুই ইনিংস মিলিয়ে মাত্র ১২ রান আসে তাঁর ব্যাট থেকে। আর ঋষভ পন্থের পরিবর্ত হিসাবে একদিন উইকেটকিপিং করতে মাঠে নামেন জুরেল। ব্যাট করা হয়নি তাঁর। অজি সফরের আগে দুজনের কেউই সেভাবে ম্যাচ প্র্যাকটিস পাননি। সেজন্যই টিম ম্যানেজমেন্ট চায় এই দুই ক্রিকেটার অস্ট্রেলিয়ায় গিয়ে পরিবেশের সঙ্গে মানিয়ে নেন। ম্যাচ খেলেই বর্ডার-গাভাসকর ট্রফির প্রস্তুতি নিন রাহুলরা, চাইছে টিম ম্যানেজমেন্ট।

আগামী ২২ নভেম্বর থেকে পারথে শুরু হবে বর্ডার-গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy)। তার আগে ভারতীয় দলের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল ভারত ‘এ’ দলের বিরুদ্ধে। কিন্তু সেই ম্যাচটি বাতিল করে দিয়েছে বিসিসিআই। তার বদলে ম্যাচ সিমুলেশন করবেন বিরাট কোহলিরা। জানা গিয়েছে, আগামী ১০ নভেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে গোটা দল। কিন্তু তারও সপ্তাহখানেক আগে অস্ট্রেলিয়া পৌঁছবেন রাহুল এবং ধ্রুব জুরেল। অজিদের বিরুদ্ধে হয়তো প্রথম একাদশে থাকবেন রাহুল। প্রথম টেস্টে হয়তো খেলবেন না ভারত অধিনায়ক। সেক্ষেত্রে দলকে নেতৃত্ব দেবেন জশপ্রীত বুমরাহ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement