জশ হ্যাজেলউড।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাব্বা টেস্টের (Border Gavaskar Trophy) চতুর্থ দিনে চোট পেয়ে মাঠ ছাড়লেন অজি পেসার জশ হ্যাজেলউড (Josh Hazlewood)। জানা গিয়েছে তাঁর পায়ের পেশিতে চোট লেগেছে। সকালে অনুশীলনের সময় তিনি ব্যথা অনুভব করেন। পরে মাঠে নেমে বলও করেন। কিন্তু জলপানের বিরতির সময় মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। চোট কতটা গুরুতর, তা বোঝার জন্য হ্যাজেলউডকে ইতিমধ্যেই স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে এই টেস্টে আর খেলতে পারবেন কিনা, সেই নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। এমনকী, বাকি দুটি টেস্টেও তিনি বাদ পড়তে পারেন।
এর আগে চোটের জন্য অ্যাডিলেডে খেলতে পারেননি অজি পেসার। পারথ টেস্টে চোট পাওয়ার ফলে বর্ডার গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। অ্যাডিলেডে তাঁর পরিবর্তে নেমে আগুন ঝরিয়েছিলেন স্কট বোলান্ড। যদিও ব্রিসবেনে প্রত্যাবর্তন ঘটেছিল হ্যাজেলউডের। তুলে নিয়েছিলেন বিরাট কোহলির গুরুত্বপূর্ণ উইকেট।
কিন্তু চতুর্থ দিনে মাঠে নামার আগে ওয়ার্ম আপের সময় পায়ের পেশিতে ব্যথা অনুভব করেন। মাঠে নামলেও চেনা গতিতে বল করতে পারছিলেন না। মাত্র ১৩১ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করছিলেন হ্যাজেলউড। চতুর্থ দিনে হ্যাজেলউডের প্রথম বলটাই রাহুলের নাগালের অনেকটা বাইরে পড়ে। এক ওভারের বেশি বল করতে পারেননি।
জলপানের বিরতির সময় দেখা যায়, অধিনায়ক প্যাট কামিন্স, স্টিভ স্মিথ ও ফিজিও নিক জোনসের সঙ্গে কথা বলছেন। তারপরই মাঠ ছাড়েন হ্যাজেলউড। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে জানানো হয়েছে, “সকালের অনুশীলনে জশ হ্যাজেলউড পায়ের পেশিতে ব্যথা অনুভব করে। চোট কতটা গুরুতর জানার জন্য তাঁর স্ক্যান করা হবে।” তবে অনুমান করা হচ্ছে গাব্বার বাকি ম্যাচে তিনি আর খেলতে পারবেন না। হয়তো মেলবোর্ন ও সিডনিতেও খেলা হবে না হ্যাজেলউডের। সেক্ষেত্রে, স্কট বোলান্ড ফিরতে পারেন অস্ট্রেলিয়া দলে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.