ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই পিঙ্ক বল টেস্ট। গত অস্ট্রেলিয়া সফরে এই টেস্টেই মুখ থুবড়ে পড়েছিল ভারতীয় ব্যাটিং। মাত্র ৩৬ রানে অলআউট হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেখান থেকে কামব্যাক করে বর্ডার গাভাসকর ট্রফি জিতে নিয়েছিল ভারত। এবার অবশ্য অ্যাডিলেডে পিঙ্ক বলে দিন-রাতের টেস্টে নামার আগে পরিস্থিতি আলাদা। রোহিত শর্মারা পারথে জিতে সিরিজে এগিয়ে আছে। কিন্তু ‘অ্যাসিড টেস্ট’ যে অ্যাডিলেডেই। এই বলে ভারতের রেকর্ড কীরকম?
পিঙ্ক বলে এখনও পর্যন্ত চারটি টেস্ট খেলেছে ভারত। তার মধ্যে প্রথমটি হয়েছিল কলকাতাতেই। ইডেনে ভারতের প্রথম পিঙ্ক বল টেস্টে প্রতিদ্বন্দ্বী ছিল বাংলাদেশ। সেখানে অবশ্য সহজেই জিতেছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন দল। বাংলাদেশকে এক ইনিংস ও ৪৬ রানে হারিয়েছিল ভারত।
কিন্তু দ্বিতীয় টেস্টেই নেমে আসে বিপর্যয়। ২০২০ সালে সেখানেই ৩৬ রানে অলআউট হয়েছিল টিম ইন্ডিয়া। এর পরের দুটি গোলাপি বলের টেস্ট জিতেছিল ভারত। ২০২১ সালে আহমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে জয় এসেছিল। ২০২২-এ বেঙ্গালুরুতে চতুর্থ পিঙ্ক বল টেস্টে প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। সেখানে ২৩৮ রানে জিতেছিল টিম ইন্ডিয়া।
পিঙ্ক বলে ভারতের সর্বোচ্চ স্কোরার বিরাট কোহলি। ৪ ম্যাচে ৪৬.১৬ গড়ে তাঁর মোট রানসংখ্যা ২৭৭। তার পরই রয়েছেন রোহিত শর্মা। তাঁর রান ১৭৩। অন্যদিকে গোলাপি বলে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারী রবিচন্দ্রন অশ্বিন। তাঁর ঝুলিতে আছে ১৮টি উইকেট। ১৪টি উইকেট নিয়ে এই তালিকায় তার পরই আছেন অক্ষর প্যাটেল। এবার দেখার এই টেস্টে কেমন খেলে মেন ইন ব্লু?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.