সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাব্বা টেস্টে ভারতের পরিত্রাতা কি বৃষ্টি? প্রথম দিনের পর তৃতীয় দিনের বেশিরভাগ সময় নষ্ট হয়েছে বৃষ্টির জন্য। তাতে অবশ্য কিছুটা লাভই হয়েছে ভারতের। ৫১ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতকে এই টেস্ট জিততে অবিশ্বাস্য করতে হবে। নয়তো একমাত্র রক্ষাকর্তা হতে পারে বৃষ্টিই। আর এই টেস্টে হারলে আরও কঠিন হয়ে যেতে পারে রোহিতদের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের অঙ্ক।
প্রথম ইনিংসে ৪৪৫ রান তুলেছে অস্ট্রেলিয়া। সেখানে ব্যাট করতে নেমে যথেষ্ট চাপে টিম ইন্ডিয়া। বাকি দুদিনও বৃষ্টির সম্ভাবনা আছে। ব্রিসবেনের হাওয়া অফিসের মতে, পরের দুদিন বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ। সেক্ষেত্রে ভেস্তে যেতে পারে গাব্বা টেস্ট। বর্ডার গাভাসকর ট্রফির ফলাফল আপাতত ১-১। তাতে ভারতের সামনে কোন অঙ্ক দাঁড়াবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য? লড়াইয়ে অস্ট্রেলিয়া ছাড়া এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।
অঙ্ক ১: মেলবোর্ন ও সিডনিতে জিতলেই সরাসরি WTC ফাইনালে চলে যাবে ভারত। সেক্ষেত্রে বর্ডার গাভাসকর ট্রফির ফলাফল হবে রোহিতদের পক্ষে ৩-১।
অঙ্ক ২: ভারত যদি ২-১ ব্যবধানে জেতে, তাহলে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে অন্তত চুনকাম এড়াতে হবে।
অঙ্ক ৩: যদি এই সিরিজ ২-২ ব্যবধানে ড্র হয়, তাহলেও তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার দিকে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের সিরিজ জিততেই হবে।
অঙ্ক ৪: আর যদি ভারত বাকি দুটি টেস্টে হেরে এই সিরিজ হারে, তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দরজা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে ভারতের জন্য।
এবার দেখার এই টেস্টের পরিণতি কী দাঁড়ায়? একইসঙ্গে বাকি দুই টেস্টেও ভারত জয় ছিনিয়ে নিতে পারে কিনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.