Advertisement
Advertisement

Breaking News

Jasprit Bumrah

ভরসার নাম ‘জসসি ভাই’! গুগলের মজার পোস্টে মেতে নেটিজেনরা, ব্যাপারটা কী?

বুমরাহকে বাহবা দিলেন খোদ গুগলের সিইও সুন্দর পিচাইও। 

Border Gavaskar Trophy: Google India and Sundar Pichai Responds on Jasprit Bumrah's comment on his batting skill

জশপ্রীত বুমরাহ।

Published by: Arpan Das
  • Posted:December 18, 2024 4:13 pm
  • Updated:December 18, 2024 4:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। সেই পথে হাঁটল গুগলও। সৌজন্যে জশপ্রীত বুমরাহ। গাব্বা টেস্টের মাঝেই নিজের পরিসংখ্যান গুগল করে দেখতে বলেছিলেন ভারতীয় তারকা। এবার গুগলও তাঁর সেই ভরসার মর্যাদা রাখল। বাহবা দিলেন গুগলের সিইও সুন্দর পিচাইও। 

কীভাবে? গাব্বায় বুমরাহ বল হাতে তুলে নিয়েছিলেন ৬টি উইকেট। তারপর ব্যাট হাতেও বাঁচিয়েছেন ফলো অন। সঙ্গে ছিলেন বাংলার আকাশ দীপ। চতুর্থ দিনের শেষে বুমরাহ অপরাজিত ছিলেন ১০ রানে। আকাশ দীপের সঙ্গে জুটি বেঁধে মাটি কামড়ে ভারতকে ফলো অনের লজ্জা থেকে বাঁচিয়েছেন। তারপরই গুগল ইন্ডিয়া তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, ‘আমি শুধু জাসসি ভাইকে ভরসা করি’। বুমরাহ ও আকাশ দীপের প্রশংসা করে গুগলের সিইও সুন্দর পিচাই লিখেছেন, ‘আমিও গুগল করলাম। যে কামিন্সকে হুক করে ছক্কা হাঁকায়, সে নিশ্চয়ই ব্যাট করতে জানে।’

Advertisement

উল্লেখ্য, গাব্বায় তৃতীয় দিনে ভারতের ব্যাটিং বিপর্যয়ের পর সাংবাদিক সম্মেলনে প্রশ্ন উঠেছিল বুমরাহর ব্যাটিং দক্ষতা নিয়ে। সরাসরি নয়, কিন্তু যেভাবে প্রশ্নটা এসেছিল, তাতে মনে হয়েছিল, বুমরাহ আর ব্যাটিংয়ের কী বোঝেন? ভারতের ব্যাটিং নিয়ে কথা বলার তিনি যোগ্য লোকই নন। সপাটে উত্তর দিয়েছিলেন ভারতীয় পেসার। বলেছিলেন, “যদি আমার ব্যাটিং নিয়েই প্রশ্ন ওঠে, তাহলে বলব গুগল করে দেখুন। সেখানে গিয়ে দেখুন, টেস্টে এক ওভারে সবচেয়ে বেশি রানের রেকর্ড কার নামে আছে?”

২০২২ সালে বার্মিংহ্যামে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৩৪ রান তুলেছিলেন বুমরাহ। ৩টি ছয়ের পাশাপাশি হাঁকিয়েছিলেন ৩টি চারও। টেস্টে এক ওভারে এটাই সর্বোচ্চ রানের রেকর্ড। ঠান্ডা মাথায় সেটার কথা মনে করিয়ে উপযুক্ত জবাব দিলেন বুমরাহ। গাব্বাতেও ভারতের ফলো অন বাঁচালেন। শুধু ভারতের ক্রিকেটভক্তরা নয়, বুমরাহকে ভরসা করে গুগলও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement