Advertisement
Advertisement
Border Gavaskar Trophy

বিরাটের সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত, বর্ডার গাভাসকর ট্রফির পারদ চড়ানো শুরু মিচেল স্টার্কের

বছরের শেষের দিকে অস্ট্রেলিয়া উড়ে যাবে টিম ইন্ডিয়া। এ বছরের ২২ নভেম্বর প্রথম টেস্ট হবে পার্থে।

Border Gavaskar Trophy: Australian pacer Mitchell Starc eager for good contest with Virat Kohli

ফাইল ছবি।

Published by: Arpan Das
  • Posted:September 13, 2024 11:22 pm
  • Updated:September 13, 2024 11:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর শেষেই বর্ডার-গাভাসকর ট্রফি। অস্ট্রেলিয়ার মাটিতে এই ট্রফিজয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নামবেন রোহিতরা। অজিদের কাছেও লড়াই সম্মান পুনরুদ্ধারের। তার আগে কি চাপ বাড়ানোর কাজ শুরু করে দিলেন তাঁরা? ইতিমধ্যেই অনেক অজি তারকাই মুখ খুলেছেন এই সিরিজ নিয়ে। এবার পারদ চড়ালেন মিচেল স্টার্ক।

তিনি বলেন, “বিরাট কোহলির সঙ্গে লড়াই আমি খুব উপভোগ করি। আমরা একে-অপরের বিরুদ্ধে প্রচুর ক্রিকেট খেলেছি। দুজনের মধ্যে ভালো লড়াই চলে। এর আগে ওকে দু-তিনবার আউট করেছি আমি। তেমনই ও আমার বিরুদ্ধে ভালো রানও করেছে। ফলে আমাদের মধ্যে সবসময় একটা যুদ্ধ চলে। আর সেটা আমরা দুজনেই উপভোগ করি।”

Advertisement

গতবার অস্ট্রেলিয়া সফরে পুরো সিরিজ খেলতে পারেননি বিরাট। তবে ২০২৩-এ দেশের মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফিতে বিরাট মোট করেছিলেন ২৯৭ রান। ফের সেই যুদ্ধের জন্য মুখিয়ে রয়েছেন অজি পেসার। এখনও পর্যন্ত ১৯ ইনিংসে তাঁরা একে-অপরের মুখোমুখি হয়েছেন। যেখানে বিরাট ৫৯ গড় রেখে করেছেন ২৩৬ রান। উলটো দিকে স্টার্ক তাঁকে আউট করেছেন মাত্র ৪বার।

বছরের শেষেই অস্ট্রেলিয়া উড়ে যাবে টিম ইন্ডিয়া। এ বছরের ২২ নভেম্বর প্রথম টেস্ট হবে পার্থে। গত কয়েক বছর সিরিজ শুরু হয়েছিল ব্রিসবেনে। অ্যাডিলেডের ওভাল স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর। যা দিন-রাতের পিঙ্ক বলের টেস্ট। গত অস্ট্রেলিয়া সফরের দিন-রাতের টেস্টে মাত্র ৩৬ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। তার পর দুরন্ত কামব্যাক করে সিরিজ জিতে নেয় ভারত। এবার ট্রফিজয়ের আশায় রয়েছেন দেশের ক্রিকেটভক্তরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement