ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাডিলেড মানেই যেন আতঙ্ক। অস্ট্রেলিয়ার এই শহরের নাম শুনলেই লজ্জার স্মৃতি ফিরে আসে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে। চার বছর আগে এই মাঠেই মাত্র ৩৬ রানে অলআউট হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। তার পর সিরিজে ঘুরে দাঁড়ালেও অ্যাডিলেডে লজ্জার হারের ক্ষত এখনও টাটকা। চলতি সিরিজে (Border Gavaskar Trophy) টিম ইন্ডিয়ার সেই লজ্জার নজির আবারও ফিরিয়ে আনার ছক কষছে অস্ট্রেলিয়া? অজি ক্রিকেটারের মন্তব্যের পরে বাড়ছে জল্পনা।
আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে অ্যাডিলেডে দিনরাতের টেস্ট। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে হেরে দ্বিতীয় টেস্টে নামবে অস্ট্রেলিয়া। অন্যদিকে রোহিত শর্মা, শুভমান গিলকে ফিরে পেয়ে অ্যাডিলেডে আরও শক্তিশালী হয়ে নামবে ভারত। কিন্তু মেন ইন ব্লুকে চিন্তায় রাখবে অ্যাডিলেড। এবং দিনরাতের টেস্টে অস্ট্রেলিয়ার রেকর্ড। পরিসংখ্যান বলছে, অ্যাডিলেডে এখনও পর্যন্ত ৭টি দিনরাতের টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। প্রত্যেকবারই জিতে মাঠ ছেড়েছেন ব্যাগি গ্রিন টুপিধারীরা। ২০১৯ সালে এই মাঠে দিনরাতের টেস্ট খেলতে নেমে ৫৮৯/৩ রানের বিরাট টার্গেট তুলেছিল অজিরা।
অন্যদিকে, অ্যাডিলেডে দিনরাতের টেস্টে সর্বনিম্ন রানের রেকর্ড ভারতের, সেই ৩৬ অলআউট। এই মাঠে দিনরাতের টেস্ট খেলতে নেমে মোট ৩৯টি উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক, যিনি এবারের বর্ডার-গাভাসকর ট্রফিতেও রয়েছেন। যাবতীয় রেকর্ড দেখে ভারতের চিন্তা বাড়তে পারে। এহেন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার উইকেটকিপার অ্যালেক্স কেরি জানালেন, ঘরের মাঠে দিনরাতের টেস্টের রেকর্ড নিয়ে তিনি অবশ্যই খুব খুশি।
তাহলে কি ভারতকে আবার ৩৬ রানে অলআউট করার ছক কষছে অজি ব্রিগেড? সেই সম্ভাবনা অবশ্য উড়িয়ে দিলেন কেরি। তাঁর মতে, ভারত ৩৬ রানে অলআউট হয়ে যাওয়ার ঘটনা ইতিহাস। বারবার সেই একই ঘটনা মোটেও ঘটে না। কেরির কথায়, সবসময় পরিকল্পনা করেই মাঠে নামে দল। কিন্তু চার বছর আগের স্মৃতি ফেরাতেই হবে, এমন কোনও ছক নেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.