Advertisement
Advertisement

Breaking News

Border-Gavaskar Trophy

গোলাপি টেস্টে দাপট অজিদের, ভারতকে ছাপিয়ে এগোচ্ছেন হেডরা

হেড-লাবুশানেদের ব্যাটে ভর করে এবার বড় ইনিংসের দিকে এগোচ্ছে অস্ট্রেলিয়া।

Border-Gavaskar Trophy: Australia looking for a big target in Adelaide
Published by: Subhajit Mandal
  • Posted:December 7, 2024 11:53 am
  • Updated:December 7, 2024 12:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম দিনের শেষটা হয়েছিল হতাশা দিয়ে। দিনরাতের টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনের পরও সেই হতাশা খুব একটা কাটাতে পারলেন না ভারতীয় বোলাররা। প্রথম সেশনেই টিম ইন্ডিয়ার স্কোর ছাপিয়ে গেলেন অজিরা। হেড-লাবুশানেদের ব্যাটে ভর করে এবার বড় ইনিংসের দিকে এগোচ্ছে অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসে ভারতের ১৮০ রানের জবাবে প্রথম দিনের শেষেই অস্ট্রেলিয়া ১ উইকেটে ৮৬ রান তুলে ফেলেছিল অজিরা। দ্বিতীয় দিনের প্রথম সেশনের শেষে অজিদের স্কোর ৪ উইকেটে ১৯১। ইতিমধ্যেই ১১ রানের লিড পেয়ে গিয়েছে অজিরা। হাতে এখনও ৬টি উইকেট। হাফ সেঞ্চুরি পেরিয়ে ব্যাট করছেন ট্রাভিস হেড। অপর প্রান্তে অপরাজিত মিচেল মার্শ।

Advertisement

অ্যাডিলেডে দ্বিতীয় দিনের শুরুটা অবশ্য ভালোই করেছিল ভারত। সেটা জসপ্রীত বুমরাহর সৌজন্যে। দিনের শুরুতেই অজি শিবিরে জোড়া আঘাত হানেন তিনি। প্রথমে আগের দিনের অপরাজিত ব্যাটার ম্যাকসুইনিকে ফেরান ৩৯ রানে। দু’ওভার পরই বুমরাহর শিকার হন স্টিভ স্মিথ। তিনি আউট হন ২ রানে। সেসময় অজিদের স্কোর ১০৩ রানে ৩ উইকেট। যেভাবে বুমরাহ বল করছিলেন মনে হচ্ছিল ভারত ম্যাচে ফিরলেও ফিরতে পারে। সমস্যাটা হল বুমরাহ অন্য প্রান্ত থেকে যোগ্য সঙ্গত পেলেন না। না সিরাজ, না হর্ষিত রানা, কেউই বিব্রত করতে পারলেন না অজি ব্যাটারদের। উলটে ভুরি ভুরি রান দিয়ে বসলেন ভারতের পেসাররা। লাবুশানে এবং হেড খুব অল্প সময়ে ৬৫ রানের জুটি গড়ে দেন। ব্যক্তিগত ৬৪ রানে নীতীশ রেড্ডির বলে লাবুশানে আউট হলেও থামেননি হেড। অর্ধশতরান পেরিয়ে খেলছেন তিনি। 

প্রথম সেশনের শেষে অজিদের স্কোর ৪ উইকেটে ১৯১। ভারতীয় পেসারদের এই মুহূর্তে প্রভাবহীন দেখাচ্ছে। অশ্বিনও সেভাবে দাগ কাটতে পারেননি। ফলে যা পরিস্থিতি তাতে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে বড় লিড পেয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement