Advertisement
Advertisement

Breaking News

Border Gavaskar Trophy

১ উইকেটেই অর্ধেক রান তুলে ফেলল অস্ট্রেলিয়া, দিন-রাতের টেস্টে ধুঁকছে ভারত

মিচেল স্টার্কের গতি-সুইংয়ে পর্যুদস্ত ভারতীয় ব্যাটাররা।

Border Gavaskar Trophy: Australia is in better position in Adelaide test against India
Published by: Arpan Das
  • Posted:December 6, 2024 5:09 pm
  • Updated:December 6, 2024 5:30 pm  

ভারত: ১৮০/১০ (নীতীশ ৪২, স্টার্ক ৪৮/৬)
অস্ট্রেলিয়া: ৮৬/১ (ম্যাকসুইনি ৩৮*, বুমরাহ ১৩/১)
প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৯৪ রানে পিছিয়ে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাডিলেডে প্রথম দিনের শেষে প্রবল চাপে ভারত। ব্যাট হাতে যেমন বড় রান তুলতে পারেনি টিম ইন্ডিয়া, তেমনই বল হাতেও সাফল্য এল না। প্রথমে ব্যাট করে ভারতের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৮০ রানে। ৬ উইকেট তোলেন মিচেল স্টার্ক। সেখানে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ১ উইকেট হারিয়ে ৮৬। অজিরা এখনও পিছিয়ে আছে ৯৪ রানে।

Advertisement

অ্যাডিলেডের এই মাঠেই ৩৬ অলআউটের কলঙ্ক রয়েছে ভারতের। এবার বর্ডার গাভাসকর ট্রফির পরিস্থিতি অবশ্য আলাদা। পারথ টেস্ট জিতে সিরিজে এগিয়ে আছে ভারত। দ্বিতীয় টেস্টেও কিন্তু পারথের মতোই প্রথম ইনিংসে বড় রান করতে পারলেন না রোহিত-বিরাটরা। স্টার্কের আগুনে পেস-সুইংয়ে হার মানল ভারত।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। ওপেন করতে নামেন যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল। কিন্তু প্রথম বলেই এলবিডব্লু হয়ে ফেরেন যশস্বী। সেখান থেকে  ভারতের ইনিংসের হাল ধরেন রাহুল ও শুভমান গিল। আশা করা হচ্ছিল, দুজনের ব্যাটে ভর করে বড় রান করবে টিম ইন্ডিয়া। কিন্তু স্টার্কের অতিরিক্ত বাউন্সে আউট হন রাহুল। মাত্র ৭ রানে ফিরে যান কোহলিও। ৮১ রানের মাথায় গিলেরও উইকেট হারায় ভারত।

রাহুলকে ওপেনিংয়ের জায়গা ছেড়ে ছয় নম্বরে নেমেছিলেন রোহিত শর্মা। কিন্তু তাতেও ফর্মে ফেরা হল না। স্কট বোলান্ডের বলে ৩ রান করে আউট হন ভারত অধিনায়ক। প্যাট কামিন্সের আচমকা অতিরিক্ত বাউন্সে ফেরেন ঋষভ পন্থ। শেষ পর্যন্ত ইনিংসের হাল ধরেন নীতীশ কুমার রেড্ডি। ২২ রানের ঝোড়ো ইনিংস খেলে যান অশ্বিন। শেষের দিকে অজি পেসারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেন নীতীশ। ৫৪ বলে ৪২ রান করেন তিনি। ৩টি চার ও ৩টি ছয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। শেষ পর্যন্ত ভারত থেমে যায় ১৮০ রানে।

জবাবে অস্ট্রেলিয়ার সামনে সেভাবে চাপ তৈরি করতে পারেননি ভারতীয় পেসাররা। সেই বুমরাহ ছাড়া দাগ কাটতে পারলেন না আর কেউই। যদিও তাঁর বলেই ম্যাকসুইনির ক্যাচ সহজ পড়ে। দিনের শেষে অজি ওপেনার অপরাজিত আছেন ৩৮ রানে। তবে উসমান খোয়াজাকে ফিরিয়ে দেন বুমরাহ। এছাড়া ফ্লাডলাইটের আলোয় সিরাজ, রানারা উইকেট পেলেন না। নীতীশ রেড্ডি, অশ্বিনকে নিয়ে এসেও খুব একটা কাজের কাজ হল না। প্রথম দিনের শেষে ম্যাকসুইনিকে ২০ রানে সঙ্গ দিচ্ছেন মার্নাস লাবুশেন। অস্ট্রেলিয়া পিছিয়ে আছে মাত্র ৯৪ রানে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement