Advertisement
Advertisement
Border Gavaskar Trophy

বুমরাহ-আকাশ দীপদের বোলিং বিক্রমে দ্রুত ডিক্লেয়ার অস্ট্রেলিয়ার, গাব্বায় শেষদিনে অগ্নিপরীক্ষা ভারতের

বুমরাহ-আকাশ দীপের দাপটে দ্রুত উইকেট হারায় অস্ট্রেলিয়া।

Border Gavaskar Trophy: Australia declared and set a big target for India
Published by: Arpan Das
  • Posted:December 18, 2024 9:51 am
  • Updated:December 18, 2024 10:19 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৮৯ রানে ৭ উইকেট হারিয়ে ডিক্লেয়ার করে দিল অস্ট্রেলিয়া। অর্থাৎ পঞ্চম দিনে জয়ের জন্য ভারতের দরকার ২৭৫ রান। এদিন সকালে ২৬০ রানে অলআউট হয়ে যায় ভারত। তারপর ব্যাট করতে নেমে ধারাবাহিক উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। যদিও অজিরাও আক্রমণাত্মক খেলেছিল। এবার দেখার ভারত জয়ের জন্য ঝাঁপায় কিনা? নাকি ড্র করে সন্তুষ্ট থাকার চেষ্টা করে।

চতুর্থ দিনের শেষে কোনও রকমে ফলো অন বাঁচিয়েছিল ভারত। ব্যাট হাতে বুমরাহ-আকাশ দীপ ভারতকে লজ্জার হাত থেকে রক্ষা করেছিলেন। পঞ্চম দিন সকালে তাঁরা জ্বলে উঠলেন বল হাতে। যোগ্য সঙ্গ দিলেন মহম্মদ সিরাজও। এদিন সকালেও দীর্ঘসময় খারাপ আবহাওয়ার জন্য নষ্ট হয়েছে। এর মাঝে অলআউট হয়ে যায় ভারত। ৩১ রান করে আউট হন আকাশ দীপ। বুমরাহ অপরাজিত থাকেন ১০ রানে। ভারতের ইনিংস থেমে যায় ২৬০ রানে। অর্থাৎ ১৮৫ রানে পিছিয়ে ছিল টিম ইন্ডিয়া। 

Advertisement

চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়ার কোচের আশঙ্কা ছিল, এই ম্যাচে ফলাফল হবে না। এদিন সকাল থেকে আক্রমণাত্মক খেলতে শুরু করেন অজিরা। কিন্তু বুমরাহদের বোলিংয়ের সামনে কাজটা একেবারেই সহজ ছিল না। উসমান খোয়াজাকে (৮) ফিরিয়ে প্রথম ধাক্কাটা দেন বুমরাহ (১৮/৩)। তারপর তিনি আউট করেন লাবুশেনকে (১)। অন্যদিকে অনবদ্য বোলিংয়ে আকাশ দীপ (২৮/২) ফিরিয়ে দেন ম্যাকসুইনে (৪) ও মিচেল মার্শকে (২)। এরপর মহম্মদ সিরাজ (৩৬/২) আউট করেন স্টিভ স্মিথকে (৪)। ৩৩ রানের মধ্যে ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

অন্যদিকে লড়াই চালাচ্ছিলেন ট্র্যাভিস হেড (১৭)। এই সিরিজে যিনি বারবার ‘মাথাব্যথা’ হয়ে উঠেছেন ভারতের জন্য। তাঁকে ফেরালেন মহম্মদ সিরাজই। শেষের দিকে ১০ বলে ২২ রানের ঝোড়ো ইনিংস খেলেন প্যাট কামিন্স। তাঁকে ফেরান বুমরাহ। অন্যদিকে অপরাজিত ছিলেন অ্যালেক্স ক্যারি (২০)। শেষ পর্যন্ত ৮৯ রানে ৭ উইকেট হারিয়ে ডিক্লেয়ার করে দেয় অস্ট্রেলিয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement