Advertisement
Advertisement
Border Gavaskar Trophy

বক্সিং ডে টেস্টের প্রথম একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার, চোট আতঙ্ক উড়িয়ে থাকছেন ট্র্যাভিস হেড

অভিষেক হতে চলেছে স্যাম কনস্টাসের। গত ৭০ বছরের মধ্যে অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে অভিষেক হবে তাঁর।

Border Gavaskar Trophy: Australia announces first eleven for Melbourne Test including Travis Head and Sam Konstas

অস্ট্রেলিয়া দল। ফাইল চিত্র

Published by: Arpan Das
  • Posted:December 25, 2024 9:38 am
  • Updated:December 25, 2024 9:38 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্সিং ডে টেস্টের প্রথম একাদশ ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। চোটের আতঙ্ক উড়িয়ে দলে থাকছেন ট্র্যাভিস হেড। অন্যদিকে অভিষেক হতে চলেছে স্যাম কনস্টাসের। গত ৭০ বছরের মধ্যে অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে অভিষেক হবে তাঁর। প্রত্যাশিত ভাবেই শুরু থেকে খেলবেন বোলার স্কট বোলান্ড।

মেলবোর্ন টেস্টের আগের দিনই প্রথম একাদশ ঘোষণা করে অজি অধিনায়ক প্যাট কামিন্স জানান, “ট্রেভ (ট্র্যাভিস হেড) খেলার জন্য তৈরি। ও অবশ্যই খেলবে। গতকাল ও আজ হেড কিছু পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছে। কিন্তু ওর চোট নিয়ে চিন্তার কিছু নেই। ও পুরো ফিট হয়েই ম্যাচে নামবে। এমনিতে গোটা ম্যাচ জুড়ে হেডকে খুব বেশি কিছু করতে দেখা যায় না। ও সেরকমই প্লেয়ার। তবে যদি ফিল্ডিংয়ের সময় ওর সামান্য সমস্যা হয়, তাহলে আমরা ব্যাপারটা সামলে নেব। কিন্তু ও পুরো ফিট।”

Advertisement

ব্রিসবেন টেস্টেই কুঁচকিতে চোট পেয়েছিলেন হেড। দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়েও নামেননি। তবে মঙ্গলবার নেটে বেশিক্ষণ অনুশীলন করেননি। তারপর ফিজিওর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। স্বাভাবিকভাবেই ধারণা করা হয়, মেলবোর্নে নাও খেলতে পারেন হেড। যদিও সাংবাদিক সম্মেলনে অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছিলেন, “আমি আত্মবিশ্বাসী যে, হেড খেলবে।” চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে ৫ ইনিংস মিলিয়ে ৪০৯ রান হয়ে গিয়েছে হেডের। অ্যাডিলেডের পর ব্রিসবেনেও সেঞ্চুরি করেছেন তিনি।

সেই সঙ্গে অভিষেক হতে চলেছে ১৯ বছর বয়সি ওপেনার স্যাম কনস্টাসের। প্রথম তিনটি টেস্টে ন্যাথান ম্যাকসুইনি থাকলেও বাকি দুটিতে সুযোগ পেয়েছেন কনস্টাস। ক্যানবেরায় ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে প্রধানমন্ত্রী একাদশের হয়ে সেঞ্চুরি করেছিলেন। যিনি ইতিমধ্যেই হুংকার দিয়ে রেখেছেন, বুমরাহকে সামলানোর অস্ত্র তাঁর কাছে তৈরি আছে।

মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: উসমান খোয়াজা, স্যাম কনস্টাস, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচ মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, স্কট বোলান্ড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement