ছবি: দেবাশিস সেন।
স্টাফ রিপোর্টার : অস্ট্রেলিয়াকে যেন আগাম সতর্কবার্তা দিয়ে রাখলেন সুনীল গাভাসকর। বলে দিলেন, আসন্ন সিরিজে (Border Gavaskar Trophy 2024) রান করার জন্য ক্ষুধার্ত হয়ে নামবেন বিরাট কোহলি। আসলে সাম্প্রতিক সময়ে বেশ খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে রান করতে পারেননি। গাভাসকর বলেছেন, ‘‘যেহেতু নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাট রান করতে পারেনি, তাই অস্ট্রেলিয়ায় ওর মধ্যে রানের খিদেটা মারাত্মক থাকবে। রানের জন্য ও ক্ষুধার্ত থাকবে।’’ অতীতে অস্ট্রেলিয়ায় বিরাটের দুরন্ত পারফরম্যান্সের কথাও মনে করিয়ে দিন গাভাসকর।
এক সংবাদ সংস্থাকে গাভাসকর বলেন, ‘‘অ্যাডিলেডে যে টেস্টে ভারত ৩৬ অলআউট হয়েছিল, সেখানেও প্রথম ইনিংসে বিরাট সত্তরের উপর রান করেছিল। আর যদি খুব ভুল না করি, তাহলে ওই ইনিংসে ও রানআউট হয়েছিল। অ্যাডিলেডে বিরাট ধারাবাহিকভাবে পারফর্ম করেছে। ওখানকার পরিবেশ-পরিস্থিতি ওর খুব ভাল করে জানা। অ্যাডিলেডের আগে অবশ্য পারথ টেস্ট হয়েছে। পারথেও বিরাট দুর্ধর্ষ ইনিংস খেলেছে। ২০১৮-’১৯-এ পারথে বিরাট যে টেস্ট সেঞ্চুরিটা করেছিল, সেটা ওর টেস্ট সেঞ্চুরিগুলোর মধ্যে অন্যতম সেরা। দুর্ধর্ষ সেঞ্চুরি ছিল সেটা। এ সমস্ত মাঠে রান করার ফলে ওর মধ্যে আত্মবিশ্বাস অনেক বেশি থাকবে। অবশ্যই বড় রান করার ক্ষেত্রে কিছুটা ভাগ্যের দরকার হয়। তবে যদি শুরুটা ঠিকঠাক করে দিতে পারে বিরাট, তাহলে ব্যাট থেকে বড় রান আসবে।’’
ভারতের আর এক প্রাক্তন তারকা সঞ্জয় মঞ্জরেকর বলেছেন, ‘‘বিরাটের জন্য অস্ট্রেলিয়া কী প্ল্যানিং করবে, সেটা ওর খুব ভাল করে জানা আছে। ওরা অফস্টাম্পের বাইরে লাইনে বল করে বিরাটকে পরীক্ষার মধ্যে ফেলার চেষ্টা করবে। ইদানিং অফস্টাম্পের বাইরের বল, ছাড়ার থেকেও বেশি ড্রাইভ মারার চেষ্টা করছে বিরাট। অস্ট্রেলিয়াও শুরুতে ঠিক সেটাই করবে। যদি তাতে কাজ না হয়, তাহলে জশ হ্যাজেলউডরা মিডল স্টাম্পকে লক্ষ্য বোলিং করার প্ল্যানিং করবে।’’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.