Advertisement
Advertisement
Border Gavaskar Trophy 2024-25

২৪ ঘণ্টার তফাতে বদলে গেল ভারতের ব্যাটিং, রাহুল-যশস্বীর জুটিতে বড় লিডের পথে ভারত

ভারতীয় ওপেনারদের ব্যাটিংয়ে প্রবল চাপে অস্ট্রেলিয়া। সেঞ্চুরির দোরগোড়ায় যশস্বী।

Border Gavaskar Trophy 2024-25: KL Rahul and Yashasvi Jaiswal gave massive lead to India in Perth Test

ছবি: দেবাশিস সেন।

Published by: Arpan Das
  • Posted:November 23, 2024 3:24 pm
  • Updated:November 23, 2024 4:00 pm  

প্রথম ইনিংস:
ভারত: ১৫০/১০ (নীতীশ ৪১, হেজেলউড ২৯/৪)
অস্ট্রেলিয়া: ১০৪/১০ (স্টার্ক ২৬, বুমরাহ ৩০/৫)

দ্বিতীয় ইনিংস
ভারত: ১৭২/০ (যশস্বী ৯০*, রাহুল ৬২*)
ভারতের লিড ২১৮ রানে। 

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ২৪ ঘণ্টার তফাৎ। কিন্তু ভারতের ব্যাটিংয়ের ছবিটা যেন আমূল বদলে গিয়েছে। প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার সাক্ষী হয়েছিল টিম ইন্ডিয়া। মাত্র ১৫০ রানে গুঁটিয়ে গিয়েছিল বিরাটদের ইনিংস। আর পারথ টেস্টের (Border Gavaskar Trophy 2024-25) দ্বিতীয় ইনিংসে ভারতের রান উঠল ১৭২। অথচ একটাও উইকেট খোয়াতে হয়নি ভারতকে। লিড ২১৮ রানের। বর্ডার গাভাসকর ট্রফির দ্বিতীয় দিনের শেষে যশস্বী-রাহুলের চওড়া ব্যাটে চালকের আসনে গম্ভীর বাহিনী।

প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ছিল ৭ উইকেট হারিয়ে ৬৭। আশা করা গিয়েছিল দ্রুত ফিরিয়ে দেওয়া যাবে অজি টেল এন্ডারদের। সেটা হল ঠিকই। তবে শেষ উইকেটের জুটিতে উঠল ২৫ রান। স্টার্ক অনবদ্য ব্যাটিং করে ভারতের সঙ্গে ব্যবধান অনেকটাই কমিয়ে আনলেন। শেষ পর্যন্ত ৪৬ রানের লিড পায় টিম ইন্ডিয়া। যশস্বী-রাহুল ওপেনিংয়ে নামতে একটু উৎসুক নজরেই তাকিয়ে ছিলেন দেশের ক্রিকেটভক্তরা। গত কয়েকটা টেস্টে ওপেনিং জুটি একেবারেই কাজ করেনি। ফের কি সেই স্মৃতি ফিরবে?

সেই সমস্ত চিন্তা অবশ্য অনায়াসে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন ভারতের দুই ব্যাটার। দিনের শেষে যশস্বী ব্যাট করছেন ৯০ রানে। সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে তিনি। রাহুলের রান ৬২। দুই ওপেনার শুধু নতুন বলের সুইং সামলে একাধিক সেশন খেলে ফেলেছেন, তাই নয়। বেশ ভালো গতিতে রানও করেছেন তাঁরা। চা পানের বিরতিতে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ছিল বিনা উইকেটে ৮৪। দিনের শেষে সেটা গিয়ে দাঁড়াল ১৭২ রানে।

প্রথম দিনের শেষে ৭ উইকেটে ৬৭ রান করে রীতিমতো ধুঁকছিল অজিরা। এদিন সকালেও শুরুতেই ধাক্কা খায় অজি শিবির। ৭৯ রানের মধ্যে ৯ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। শেষ উইকেটে হ্যাজেলউডকে সঙ্গে নিয়ে সেই স্টার্কই অজিদের পৌঁছে দিলেন ১০৪ রানে। তিনি করলেন ২৬ রান। এটা ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার চতুর্থ সর্বনিম্ন স্কোর। অধিনায়ক বুমরাহ একাই পেয়েছেন ৫ উইকেট। অভিষেককারী হর্ষিত রানা পেয়েছেন ৩ উইকেট। দুই উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement