সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2024-25) শুরুটা মোটেই ভালো হল না ভারতের। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক জশপ্রীত বুমরাহ। ক্রিকেটমহলকে চমকে দিয়ে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজাকে বাদ দিয়ে প্রথম একাদশ সাজিয়েছিলেন। কিন্তু প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত খানিকটা ব্যুমেরাং হল। তৃতীয় ওভারেই আউট হয়ে গেলেন ওপেনার যশস্বী জয়সওয়াল।
পারথে জীবনের প্রথম টেস্ট খেলতে নামলেন দুই তরুণ তুর্কি হর্ষিত রানা এবং নীতীশ রেড্ডি। প্রত্যাশামতোই রোহিত শর্মার জায়গায় ওপেনিংয়ে নেমেছেন কে এল রাহুল। শুভমান গিলের বদলে তিন নম্বরে দেবদত্ত পাড়িক্কাল। তবে ক্রিকেটমহলে চর্চা শুরু হয়েছে অশ্বিন-জাদেজার বাদ পড়া নিয়ে। দুই অভিজ্ঞ স্পিনারের বদলে ওয়াশিংটনের উপরে ভরসা রেখেছেন বুমরাহ। ব্যাটিং লাইন আপকে লম্বা করতে চেয়েই হয়তো ভারত অধিনায়কের এমন সিদ্ধান্ত। অন্যদিকে, জল্পনামতোই তরুণ নাথান ম্যাকসুইনিকে ওপেনিংয়ে নামাবে অজি ব্রিগেড।
টসের সময়ে বুমরাহ বলেছিলেন, দল যেভাবে প্রস্তুতি নিয়েছে তাতে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী। তাই টসে জিতে ব্যাট করাই ঠিক মনে করেছেন। কিন্তু ইনিংস শুরু হতেই বড়সড় ধাক্কা খেল ভারত। আগ্রাসী শট খেলতে গিয়ে উইকেট ছুড়ে দিয়ে এলেন যশস্বী। নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে চতুর্থ স্টাম্পে বল রাখেন মিচেল স্টার্ক। দ্রুত গতির ডেলিভারিতে খোঁচা মেরে বল কার্যত গালি ফিল্ডারের হাতে সাজিয়ে দেন ভারতের তরুণ ওপেনার। মাত্র ৫ রান করেই প্যাভিলিয়নে ফিরলেন যশস্বী। আপাতত ৬ ওভার খেলে ভারতের রান ১১। ক্রিজে রাহুলের সঙ্গে রয়েছেন পাড়িক্কল।
পারথ টেস্টে ভারতের প্রথম একাদশ: জশপ্রীত বুমরাহ (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, দেবদত্ত পাড়িক্কল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, নীতীশ রেড্ডি, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.