Advertisement
Advertisement
Yudhajit Guha

ওয়ানডে-তে ভালো বোলিং, অনূর্ধ্ব-১৯ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টেও ডাক পেলেন বাংলার যুধাজিৎ

অনূর্ধ্ব-১৯ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ‌্য তিন ম‌্যাচের ওয়ানডে সিরিজে দুরন্ত বোলিং করেন বাংলার পেসার।

Bengal young talent Yudhajit Guha selected for India U19 test squad against Australia

যুধাজিৎ গুহ। ছবি: সিএবি।

Published by: Arpan Das
  • Posted:September 29, 2024 11:54 am
  • Updated:September 29, 2024 11:55 am

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: অনূর্ধ্ব-১৯ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বল হাতে দুরন্ত পারফর্ম করার পুরস্কার পেলেন বাংলার অনূর্ধ্ব পেসার যুধাজিৎ গুহ। অনূর্ধ্ব-১৯ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলেও ডাক পেলেন তিনি।

অনূর্ধ্ব-১৯ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ‌্য তিন ম‌্যাচের ওয়ানডে সিরিজ জিতে উঠেছে অনূর্ধ্ব ১৯ ভারত। সেই সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম‌্যাচে ভালো বোলিং করেন বাংলার পেসার। বিশেষ করে তৃতীয় ম‌্যাচে। সেই ম‌্যাচ অস্ট্রেলিয়া প্রায় জিতে গিয়েছিল। কিন্তু যুধাজিৎ শেষ ওভারে বোলিং করতে এসে ভারতকে সাত রানে জিতিয়ে দেন ম‌্যাচ। সব মিলিয়ে তৃতীয় ওয়ানডে-তে ৮ ওভারে ৪০ রান দিয়ে দু’উইকেট পান তিনি। ভালো ফিল্ডিংয়ের জন‌্য সেরা পুরস্কারও পান তিনি।

Advertisement

প্রাথমিক ভাবে শুধুমাত্র ওয়ানডে সিরিজের টিমে রাখা হয়েছিল যুধাজিতকে। কিন্তু তিনি ভালো পারফর্ম করে দেওয়ায় তাঁকে টেস্ট টিমে নেওয়ারও ভাবনাচিন্তা চলছিল। অন্তত যুধাজিতের ঘনিষ্ঠমহলের খবর তেমনই। আর সেটাই হল শেষ পর্যন্ত। অনূর্ধ্ব-১৯ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে সুযোগ পেলেন তিনি। সেক্ষেত্রে হয়তো তাঁকে দ্রুত চেন্নাই যেতে হবে। কারণ, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু অনূর্ধ্ব ১৯ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement