Advertisement
Advertisement
Mohammed Shami

এখনও পুরো ফিট নন! রনজি ট্রফির কর্নাটক ম্যাচেও হয়তো শামিকে পাবে না বাংলা

ফিটনেস নিয়ে ছাড়পত্র না আসায় অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডেও রাখা হয়নি শামিকে।

Bengal Ranji Team will not get Mohammed Shami's service against Karnataka

মহম্মদ শামি। ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:October 31, 2024 2:52 pm
  • Updated:October 31, 2024 9:46 pm

স্টাফ রিপোর্টার : তিন ম্যাচে পাঁচ পয়েন্ট। রনজি ট্রফিতে বাংলার পরের চারটে ম্যাচ এখন অনেকটা নকআউটের মতো হয়ে গিয়েছে। পরের রাউন্ডের আশা বাঁচিয়ে রাখতে গেলে চারটের মধ্যে অন্তত তিনটে ম্যাচে সরাসরি জিততে হবে। না হলে অন্য‌ টিমগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে। এই পরিস্থিতিতে অনুষ্টুপ মজুমদারদের পরের দুটো ম্যাচই বাইরে গিয়ে খেলতে হবে। যার প্রথমটা শুরু হবে ৬ নভেম্বর থেকে। চিন্নাস্বামীতে বাংলার প্রতিপক্ষ কর্নাটক। যারা আবার আগের ম‌্যাচে সরাসরি হারিয়েছে বিহারকে। বাংলা আশা করছিল পরের দুটো ম্যাচে মহম্মদ শামিকে পাওয়া যেতে পারে।
ফিটনেস নিয়ে ছাড়পত্র না আসায় অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে রাখা হয়নি শামিকে। পরে অবশ্য ভারতীয় ক্রিকেটমহলে খোঁজ নিয়ে জানা যায় যে, শামি ফিট হয়ে গেলে তাঁকে অস্ট্রেলিয়ার টিমে অন্তর্ভুক্ত করে নেওয়া হবে। তার আগে অবশ্য ঘরোয়া ক্রিকেট খেলতে হবে তাঁকে। সেখানেই তাঁর ম্যাচ ফিটনেস দেখে নেওয়া হবে। শামির সঙ্গে বঙ্গ টিম ম্যানেজমেন্টের নিয়মিত কথা হচ্ছে। মনে করা হচ্ছিল এই দুটো ম্যাচে শামি খেলতে পারেন। যা জানা গেল, কর্নাটক ম্যাচেও বাংলা খুব সম্ভবত পাচ্ছে না শামিকে। কারণ ভারতীয় পেসারের পুরো ফিট হতে আরও কিছুদিন সময় লাগবে। ফলে রনজির ওই ম্যাাচের আগে তিনি হয়তো ফিটনেস সংক্রান্ত ক্লিয়ারেন্স পাবেন না। কর্নাটকের পর বাংলা খেলবে মধ্যপ্রদেশের বিরুদ্ধে। ফলে ম্যাচ ফিট হয়ে যাওয়ার জন্যে আরও কিছুদিন সময় পেয়ে যাবেন শামি। সেক্ষেত্রে মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রত্যাবর্তন হতে পারে তাঁর।

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement