Advertisement
Advertisement
Legends League

আইপিএলের ধাঁচে এবার লেজেন্ডদের ক্রিকেট লিগ! আলোচনা শুরু বিসিসিআইয়ে

সাম্প্রতিক অতীতে যুবরাজ সিং, সুরেশ রায়না, ইরফান পাঠানরা নিয়মিত অবসরপ্রাপ্তদের লিগে খেলছেন।

BCCI to start Legends League like IPL? Retired Indian cricketers make plea

জয় শাহ। ফাইল চিত্র।

Published by: Subhajit Mandal
  • Posted:August 13, 2024 6:00 pm
  • Updated:August 13, 2024 7:06 pm  

আলাপন সাহা: আইপিএলের ধাঁচে এবার লেজেন্ডদের জন্য টি-২০ লিগ (Legends League) চালু করতে পারে বিসিসিআই। বোর্ডের অন্দরে ইতিমধ্যেই এ নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে সংক্ষিপ্ত একটি টুর্নামেন্টের আয়োজন করতে পারে ভারতীয় বোর্ড। তবে সবটাই এখনও প্রাথমিক স্তরে।

সম্প্রতি অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে আইপিএলের ধাঁচে একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগ সফলভাবে আয়োজিত হয়েছে। তাতে প্রথম সারির তারকাদেরও খেলতে দেখা গিয়েছে। লিগগুলির জনপ্রিয়তাও নজরকাড়া। বিসিসিআই চাইছে কেন্দ্রীয় স্তরে আরও সংগঠিতভাবে এই ধরনের লিগ আয়োজিত হোক। তাতে অংশ নেবেন দেশ বিদেশের প্রথম সারির কিংবদন্তিরা। সূত্রের দাবি, বিসিসিআই সচিব জয় শাহের কাছে এই ধরনের লিগ আয়োজনের অনুরোধ জানিয়েছেন কয়েকজন প্রাক্তন ক্রিকেটারই।

Advertisement

[আরও পড়ুন: এশিয়াডে পদকের সেঞ্চুরি, অলিম্পিকে সর্বসাকুল্যে ৬, কেন আশার আলো দেখিয়েও হতাশা প্যারিসে?]

বোর্ডের অন্দরে খোঁজ নিয়ে জানা গেল, এখনও এই লিগের রূপরেখা স্পষ্ট নয়। তবে বোর্ডকর্তারা এই প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করেছেন। প্রাথমিকভাবে শোনা যাচ্ছে, এই ধরনের কোনও লিগ হলেও সেটা বহরে ছোট হবে। গোটা চারেক ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দল নিয়ে লিগের আয়োজন করা হতে পারে। সব মিলিয়ে ১০-১২ দিনের একটা উইনডো খোঁজার চেষ্টা হচ্ছে। আইপিএলের ফরম্যাটের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই লিগের আয়োজন হতে পারে। তবে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত এখনও হয়নি। সবটাই একেবারে প্রাথমিক আলোচনার স্তরে।

[আরও পড়ুন: আইপিএলে থাকছে পুর্ণাঙ্গ নিলামই, বাড়তে পারে রিটেনশনও]

উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে যুবরাজ সিং, সুরেশ রায়না, ইরফান পাঠানরা নিয়মিত অবসরপ্রাপ্তদের লিগে খেলছেন। অতীতে শচীন তেণ্ডুলকর, বীরেন্দ্র শেহওয়াগদেরও লেজেন্ডস লিগে খেলতে দেখা গিয়েছে। বিসিসিআই পেশাদার লিগ শুরু করলে গোটা বিশ্বের তাবড় তারকারা তাতে নাম লেখাবেন, সেটা বলে দেওয়াই যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement