Advertisement
Advertisement
BCCI

ঘরোয়া ক্রিকেট খেলতে হবে সব ক্রিকেটারকেই! কড়া অবস্থান বোর্ডের, ছাড় তিন মহাতারকাকে

গত বছর বোর্ডের নির্দেশ না মানায় বোর্ডের চুক্তি থেকে বাদ পড়েন শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষান।

BCCI to force Test stars to play Duleep Trophy
Published by: Subhajit Mandal
  • Posted:July 17, 2024 3:22 pm
  • Updated:July 17, 2024 6:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর থেকেই জাতীয় দলের তারকাদের ঘরোয়া ক্রিকেটে খেলা নিয়ে কড়া অবস্থান নিয়েছে বিসিসিআই। টেস্ট দলের নিয়মিত সদস্যদের খেলতেই হবে ঘরোয়া ক্রিকেটে। বোর্ডের সেই অবস্থান বজায় থাকছে এই মরশুমেও। টেস্ট দলে সুযোগ পেতে পারেন, এমন সব ক্রিকেটারকে খেলতে হবে ঘরোয়া ক্রিকেটে। দ্রুত নির্দেশিকা জারি করতে চলেছে বোর্ড।

গত মরশুমে বিসিসিআইয়ের (BCCI) চুক্তিতে থাকা সব ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেটে খেলতে কার্যত বাধ্য করা হয়েছে। নির্দেশিকা না মানায় বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন শ্রেয়স আইয়ার, ঈশান কিষানরা। বোর্ড সূত্রের খবর, এই একই অবস্থান নেওয়া হবে এই মরশুমেও। তবে, বোর্ডের এই নির্দেশিকার বাইরে রাখা হচ্ছে জাতীয় দলের তিন মহাতারকা রোহিত শর্মা, বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরাহকে। তাদের জন্য ঘরোয়া ক্রিকেটে খেলাটা ঐচ্ছিক।

Advertisement

[আরও পড়ুন: দুই বিশ্বজয়ী অধিনায়ক একসঙ্গে, কপিলের পাশে কে এই ক্রিকেটার?]

চলতি মাসের শেষেই সীমিত ওভারের সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাচ্ছে ভারতীয় দল (Team India)। শ্রীলঙ্কা সফরের পর আগামী কয়েক মাসে ১০টি টেস্ট খেলতে হবে ভারতীয় দলকে। দুটি বাংলাদেশের বিরুদ্ধে, তিনটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং পাঁচটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তার আগে দলীপ ট্রফির আয়োজন করেছে বিসিসিআই। বোর্ডের নির্দেশ টেস্ট দলে খেলার সম্ভাবনা আছে, এমন সব ক্রিকেটারকেই দলীপ ট্রফি খেলতে হবে।

[আরও পড়ুন: কোপা ফাইনালে মারাত্মক চোট, কবে মাঠে ফিরবেন মেসি?]

বোর্ড সূত্রের খবর, এবার দলীপ ট্রফির (Duleep Trophy) দল বাছার ক্ষেত্রে আঞ্চলিক নির্বাচক কমিটি থাকবে না। টেস্ট সিরিজগুলির কথা মাথায় রেখে দল বাছবেন জাতীয় নির্বাচকরাই। সেক্ষেত্রে জাতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে এমন ক্রিকেটারদেরই সুযোগ দেওয়া হবে। টেস্ট দলে যারা নিয়মিত তাঁদের সকলকেই দলীপ ট্রফি খেলতে হবে। ৫ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত দলীপ ট্রফি চলবে। ছটি অঞ্চল একে অপরের বিরুদ্ধে খেলবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement