জয় শাহ।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল শেষ হলেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup)। মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসবে এবারের আসর। টিম ইন্ডিয়ার সদস্যদের বিশ্বকাপে খেলতে পাঠানোর পরিকল্পনা করে ফেলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)।
সাংবাদিক বৈঠকে জয় শাহ সেই পরিকল্পনার কথা জানিয়েছেন। দুদফায় ভারতীয় দলকে পাঠানো হবে। ২৪ মে একদল যাবে। আইপিএল ফাইনালের পরে ২৬ মে আরেকটি দল পাঠানো হবে বিশ্বকাপে। উল্লেখ্য, আইপিএল ফাইনাল হবে ২৬ মে।
গ্রুপ এ-তে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র। গ্রুপ পর্বের ম্যাচগুলি হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। ৫ জুন হবে সেই ম্যাচ। প্রশ্ন ওঠে আইপিএল খেলে ওঠা ক্রিকেটারদের কি বিশ্রাম দেওয়া হবে? বিশ্রামের প্রসঙ্গ উড়িয়ে দেন জয় শাহ। বোর্ড সচিব বলেন, ”ট্রাভিস হেড ও অভিষেক শর্মা খুব ভালো খেলেছে আগেরদিন। বুমরাহ যদি হেডকে বল করে, তাহলে এর থেকে ভালো অনুশীলন আর হয় নাকি।”
আইপিএলের পরে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গোটা দেশের প্রার্থনা বিশ্বকাপ হাতে তুলুন রোহিত শর্মা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.