সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) পরেই রাহুল দ্রাবিড় ভারতীয় দলের হেডস্যরের চেয়ার ছাড়বেন । তাঁর ছেড়ে যাওয়া চেয়ারে বসবেন কে? রোহিত শর্মা-বিরাট কোহলিদের হেডস্যর খোঁজার জন্য সোমবার বিজ্ঞাপন দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।লক্ষ্য ২০২৭ বিশ্বকাপ। সেই বিশ্বকাপ পর্যন্ত তিন ফরম্যাটের জন্য এক জন কোচই নিয়োগ করবে বোর্ড। নতুন কোচের মেয়াদ জুলাই ১, ২০২৪ থেকে ৩১ ডিসেম্বর, ২০২৭ পর্যন্ত।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে ‘দ্য ওয়াল’-খ্যাত দ্রাবিড়ের। বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ আগেই জানিয়ে দিয়েছিলেন, নতুন কোচের জন্য বিজ্ঞাপন দেওয়ার কথা ভাবছে বোর্ড। শোনা যাচ্ছিল বিদেশি কোচের দিকেই ঝুঁকে বোর্ড।
সোমবার নতুন কোচের জন্য বিজ্ঞাপন দেয় বোর্ড। ২৭ মে আবেদন করার শেষ তারিখ। সন্ধ্যা ছটা পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা। হেড কোচের পদে আবেদনের জন্য কয়েকটি শর্তও দিয়েছে বোর্ড।
ভারতের হেড কোচ পদপ্রার্থীকে কমপক্ষে ৩০টি টেস্ট ম্যাচ এবং ৫০টি ওয়ানডে খেলতে হবে। অথবা টেস্ট খেলিয়ে পূর্ণ সদস্য দেশের কোচ হিসেবে কমপক্ষে দুবছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কোনও সহযোগী দেশ বা আইপিএল অথবা সমতুল্য কোনও টি-২০ লিগের দল বা প্রথম শ্রেণির কোনও দল অথবা জাতীয়-এ দলকে ৩ বছর কোচিং করানোর অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি আবেদন করতে পারবেন। বিসিসিআই-এর লেভেল থ্রি কোচিং সার্টিফিকেট অথবা সেই সমতুল্য কোনও সার্টিফিকেট আবশ্যক আবেদনকারীর। তাঁর বয়স ৬০-এর কম হতে হবে। জমা পড়া আবেদনপত্র ঝাড়াই বাছাই করে ইন্টারভিউয়ের মাধ্যমে নতুন হেড কোচ নিয়োগ করা হবে।
দেশের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পরেই দ্রাবিড় ও অন্যান্য কোচিং স্টাফদের মেয়াদ ফুরিয়েছিল। সেই সময় সমস্ত কোচের মেয়াদ বাড়ানো হয়। টি-২০ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে রাখা হয় তাঁদের। সেই অনুযায়ী, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই চেয়ার ছাড়বেন দ্রাবিড়। জাতীয় দলের হেড কোচের চেয়ার ফাঁকা রাখতে চায় না বোর্ড। সেই কারণেই নতুন কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিল বিসিসিআই।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.