Advertisement
Advertisement
BCCI

‘ওঁর উচিত ছিল…’, যশস্বীর আউট বিতর্কে বাংলাদেশি আম্পায়ারের উপর ক্ষোভ উগরে দিল BCCI

মেলবোর্ন টেস্টের শেষ দিন যশস্বী জয়সওয়ালের আউট নিয়ে দ্বিধাবিভক্ত ক্রিকেটমহল।

BCCI Breaks Silence on Yashasvi Jaiswal DRS Row

যশস্বীর আউট ঘিরে বিতর্ক। নিজস্ব ছবি।

Published by: Sulaya Singha
  • Posted:December 31, 2024 9:45 am
  • Updated:December 31, 2024 9:46 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেলবোর্ন টেস্টের শেষ দিন যশস্বী জয়সওয়ালের আউট নিয়ে দ্বিধাবিভক্ত ক্রিকেটমহল। প্রাক্তনীদের একাংশের দাবি, ভারতীয় ওপেনারকে আউট দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল। আবার একাংশের মতে এক্ষেত্রে আম্পায়ার নিজের মতামত দিতেই পারেন। এবার এই বিতর্কে মুখ খুললেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা। এ বিষয়ে তরুণ ব্যাটারের পাশেই দাঁড়ালেন তিনি।

যশস্বীর আউট নিয়ে এক্স হ্যান্ডেলে থার্ড আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাজীব শুক্লা। তিনি লেখেন, ‘এটা একদম স্পষ্ট যে যশস্বী জয়সওয়াল আউট ছিল না। প্রযুক্তি যা দেখাচ্ছিল, তা ধরেই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল থার্ড আম্পায়ারের। মাঠের আম্পায়ারের সিদ্ধান্তকে নাকচ করার ক্ষেত্রে পর্যাপ্ত কারণ দরকার।’

Advertisement

সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে ঠিক কী ঘটেছিল? দ্বিতীয় ইনিংসে ৭১তম ওভারে যশস্বী আউট হন। প্যাট কামিন্সের বাউন্সার চালিয়ে খেলতে গিয়েছিলেন ভারতীয় ব্যাটার। তা মিস করলে চলে যায় উইকেটকিপার অ্যালেক্স ক্যারির হাতে। সঙ্গে সঙ্গে ক্যাচের আবেদন জানান কামিন্স। কিন্তু মাঠের আম্পায়ার তাতে কর্ণপাত করেননি। রিভিউ নিতে বিন্দুমাত্র দেরি করেননি অজি অধিনায়ক। দীর্ঘক্ষণ রিভিউতে এটা পরিষ্কার যে ব্যাটের সঙ্গে বলের কোনও সংযোগ ঘটেনি। স্নিকোমিটারও বারবার তারই প্রমাণ দিয়েছে। তারপর বল ট্র্যাকিংও করেন বাংলাদেশি থার্ড আম্পায়ার। সেখানে তাঁর মনে হয় বল যশস্বীর ব্যাটে লেগে দিক বদল করেছে। সেই কারণেই আউট দিয়ে দেন তিনি। তবে সুনীল গাভাসকরের মতে, ক্রিকেটে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্যই প্রযুক্তিকে যোগ করা হয়েছিল। ব্যক্তিগত মতামতই যদি প্রাধান্য পায়, তবে প্রযুক্তির কী প্রয়োজন!

যশস্বীর আউটের পরই লড়াইয়ের শক্তি হারায় ভারত। চতুর্থ টেস্টে প্যাট কামিন্সদের কাছে ১৮৪ রানে হেরে বিপর্যস্ত রোহিত শর্মা। সিরিজে ১-২ পিছিয়ে পড়ায় টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার পথও কঠিন হয়ে গেল টিম ইন্ডিয়ার জন্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement