Advertisement
Advertisement
Shakib Al Hassan

‘যতদিন না দোষী প্রমাণিত হয়, ততদিন খেলবে’, কঠিন সময়ে শাকিবের পাশে বাংলাদেশ বোর্ড

খুনের মামলা দায়ের হয়েছে শাকিব আল হাসানের বিরুদ্ধে।

BCB supports Shakib Al Hassan for playing in national colours

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:August 27, 2024 10:10 pm
  • Updated:August 27, 2024 10:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে খুনের মামলা। খেলার মাঝপথে তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচার হোক, এমন দাবিতে সরব আমজনতা। তবে কঠিন এই সময়ে শাকিব আল হাসানের পাশেই দাঁড়াল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি প্রেসিডেন্ট ফারুখ আহমেদ সাফ জানিয়ে দিয়েছেন, দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত জাতীয় দলে খেলবেন তারকা অলরাউন্ডার। অর্থাৎ ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের দলে শাকিবের থাকা নিয়েও আর কোনও সংশয় নেই।

শাকিবের বিরুদ্ধে একটি খুনের মামলা দায়ের হয়েছে বাংলাদেশে। ছাত্র আন্দোলনের সময় মিছিলে গিয়ে প্রাণ হারানো এক পোশাক শ্রমিকের মৃত্যুর জন্য দায়ী করা হয় প্রাক্তন অধিনায়ককে। ইতিমধ্যেই সেই মামলার বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। দ্রুত বিচারের জন্য শাকিবকে দেশে ফেরানোর দাবিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। যেখানে বলা, অবিলম্বে শাকিবকে চলতি পাকিস্তান সিরিজের দল থেকে সরিয়ে দেশে ফিরিয়ে আনতে হবে হত্যা মামলার বিচারের জন্য।

Advertisement

[আরও পড়ুন: ইতিহাসে কনিষ্ঠতম, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান জয় শাহ

বিসিবি প্রেসিডেন্ট জানান, শাকিবকে দেশে ফেরানোর নোটিস পেয়েছেন তাঁরা। কিন্তু সেই নোটিসের কারণে শাকিবকে নিয়ে বোর্ডের অবস্থান মোটেই বদলাচ্ছে না। আইনজীবীর নোটিসের জবাবেও সেই কথা জানিয়ে দেওয়া হয়েছে বোর্ডের তরফে। বাংলাদেশের একটি সংবাদমাধ্যমকে বিসিবি প্রেসিডেন্ট জানান, শাকিব জাতীয় দলের চুক্তিবদ্ধ ক্রিকেটার। দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। তাই আগামী ম্যাচগুলোতে বাংলাদেশের জার্সিতে খেলবেন তিনি।

ফারুখের কথায়, “শাকিবের বিরুদ্ধে সবেমাত্র এফআইআর দায়ের হয়েছে। তার পরে বিচার হতে অনেকগুলো পর্যায় রয়েছে। যতদিন পর্যন্ত শাকিব দোষী প্রমাণিত না হচ্ছে ততদিন পর্যন্ত ওকে খেলানো হবে।” উল্লেখ্য, সদ্যই পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট জিতেছে বাংলাদেশ। সেই জয়ের নেপথ্যে রয়েছে শাকিবের দুরন্ত বোলিংও। আগামী ৩০ আগস্ট ফের পাকিস্তানের বিরুদ্ধে নামবে বাংলাদেশ। তার পরে ১৯ সেপ্টেম্বর থেকে ভারতের বিরুদ্ধে শুরু টেস্ট সিরিজ। সেখানে ভারতীয় ব্যাটারদের সমস্যায় ফেলতে চলেছে শাকিবের ঘূর্ণি বোলিং।

[আরও পড়ুন: ‘আমাদের বোনের বিচার চাই’, মোহনবাগান ম্যাচে ‘প্রতিবাদী’ টিফো সমর্থকদের

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement