শাকিব আল হাসান। ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক আর শাকিব আল হাসান, ক্রমশ যেন সমার্থক হয়ে উঠছে। এমনিতেই বিক্ষোভের জেরে দেশে প্রবেশ করতে পারেননি। বাংলাদেশের মাটিতে কেরিয়ারের শেষ টেস্ট খেলা হয়নি। এবার বিতর্ক বাঁধল শাকিবের বোলিং অ্যাকশন নিয়ে।
১৮ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তিনি। এখনও চুটিয়ে খেলছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। মাঝে ভারতের বিরুদ্ধে টেস্ট খেলতে এসেছিলেন। তার আগে সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডে সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলেছিলেন। সেখানে মাত্র একটি ম্যাচ খেললেও বিতর্ক তৈরি হয়েছে। আম্পায়ার স্টিভ ও’শগনেসি ও ডেভিড মিলনস সন্দেহ প্রকাশ করেছেন শাকিবের বোলিং অ্যাকশন নিয়ে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড থেকে তাঁকে ফের পরীক্ষা দিতে বলা হয়েছে।
তাঁর বোলিং অ্যাকশন খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে চায় ইসিবি। সেটা কোথায় হবে, সেটা এখনও স্পষ্ট নয়। কিন্তু তাঁকে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরীক্ষার জন্য ডাকা হতে পারে। বাংলাদেশি তারকার বোলিং অ্যাকশনে কোনও ‘গলদ’ চোখে পড়লে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে বলেই খবর। তবে এর সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের কোনও সম্পর্ক নেই। উল্লেখ্য, এই প্রথমবার তাঁর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠল।
এই ম্যাচটির পরই ভারতে আসেন শাকিব। তার পর ভারতে দুটি টেস্ট খেলেন। সেখানে দুটি ম্যাচেই চূড়ান্ত পর্যুদস্ত হয় বাংলাদেশ। শাকিবের ইচ্ছা ছিল, দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলে টেস্ট থেকে অবসর নেওয়ার। কিন্তু লাগাতার বিক্ষোভের জেরে সেই ইচ্ছাপূরণ হয়নি। নাটকীয় ঘটনাক্রমে দেশেও ফিরতে পারেননি। পরে আফগানিস্তানের বিরুদ্ধে যে দল ঘোষণা করা হয়েছে, সেখানেও ‘বিশ্রামে’ পাঠানো হয়েছে তারকা অলরাউন্ডারকে। এর মধ্যেই নয়া বিতর্ক শাকিবকে ঘিরে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.