Advertisement
Advertisement
Mustafizur Rahman

স্বস্তি সিএসকে শিবিরে, আরও এক ম্যাচ বেশি খেলার অনুমতি পেলেন তারকা ক্রিকেটার

কে এই তারকা?

Bangladesh star pacer Mustafizur Rahman available for CSK-PBKS fixture on May 1

ফাইল চিত্র।

Published by: Krishanu Mazumder
  • Posted:April 15, 2024 7:46 pm
  • Updated:April 15, 2024 7:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মে দিবসে চেন্নাই সুপার কিংসের ম্যাচ রয়েছে পাঞ্জাব কিংসের (Punjab Kings) সঙ্গে। সেই ম্যাচ মুস্তাফিজকে খেলার অনুমতি দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আরও এক ম্যাচের জন্য বাংলাদেশ বোলারের ছুটি বাড়ল। ইতিমধ্যেই মুস্তাফিজুর চেন্নাই সুপার কিংসের জার্সিতে পাঁচ ম্যাচ থেকে ১০টি উইকেট নিয়েছেন।
এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজুরকে ৩০ এপ্রিল পর্যন্ত খেলার অনুমতি দিয়েছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই সময়ে বলেছিল ৩০ এপ্রিলের বেশি থাকতে পারবেন না বাংলাদেশ তারকা।

[আরও পড়ুন: ‘চোট আছে, খেলছেন শুধু দলের জন্য’, ধোনির লড়াকু মানসিকতাকে কুর্নিশ চেন্নাই কোচের]

এক ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, এক দিন ছুটি বাড়িয়ে দেওয়ায় মুস্তাফিজ। ১ মে পর্যন্ত আইপিএল খেলতে পারবেন তিনি। সব ঠিক থাকলে সেই ম্যাচটি খেলে ২ মে বাংলাদেশে ফিরবেন তিনি। 
জিম্বাবোয়ে সিরিজের জন্যই আইপিএলের মাঝপথে দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশের তারকা পেসারকে। ২৮ এপ্রিল বাংলাদেশে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আসবে জিম্বাবোয়ে দল। ৩ মে সিরিজের প্রথম ম্যাচ। ১২ মে পর্যন্ত চলবে সেই সিরিজ। ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বের চারটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচই হবে মার্কিন যুক্তরাষ্ট্রে।

Advertisement

[আরও পড়ুন: কাটা ঘায়ে নুনের ছিটে! আইপিএলের মাঝেই ভারতকে বিশ্বকাপ হারের খোঁচা কামিন্সের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement