Advertisement
Advertisement
Shakib Al Hasan

কানপুর টেস্টে খেলবেন শাকিব? কী বললেন বাংলাদেশ কোচ?

চেন্নাইয়ে প্রথম টেস্টে ব‌্যাটিং করার সময় আঙুলে চোট পেয়েছিলেন শাকিব।

Bangladesh coach opens up Shakib Al Hasan injury
Published by: Anwesha Adhikary
  • Posted:September 26, 2024 11:27 am
  • Updated:September 26, 2024 11:27 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে তো প্রথম টেস্টে হার। তার উপর কানপুরে দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশ শিবিরে চিন্তার মেঘ আরও ঘনীভূত হয়েছিল। শোনা যাচ্ছিল যে কানপুর টেস্টে শাকিব আল হাসান হয়তো না-ও খেলতে পারেন। কারণ চেন্নাইয়ে প্রথম টেস্টে ব‌্যাটিং করার সময় আঙুলে চোট পেয়েছিলেন শাকিব। তারপর থেকেই কানপুরে তাঁর না খেলা নিয়ে গুঞ্জন শুরু হয়ে যায়।

এমনিতেই দল চেন্নাইয়ে খুব খারাপভাবে হেরেছে। তারপর যদি শাকিব কানপুরে না খেলতে পারতেন সেটা বাংলাদেশ শিবিরের কাছা বড় ধাক্কা হত। তবে বাংলাদেশ কোচ চান্ডিকা হাতুরেসিংহে শাকিব নিয়ে যাবতীয় ধোঁয়াশা পরিষ্কার করে দিয়ে যান। সাংবাদিক সম্মলনে এসে তিনি বলে দেন, শাকিবের খেলা নিয়ে কোনও অনিশ্চয়তা নেই। বাংলাদেশ কোচ বলেন, ‘‘এই মুহূর্তে আমি দলের ফিজিওর থেকে কোনও বার্তা পাইনি। দল নির্বাচনের ক্ষেত্রে অবশ‌্যই শাকিব অ‌্যাভেলেবল আছে।’’

Advertisement

যদিও বাংলাদেশের তারকা অলরাউন্ডারের সাম্প্রতিক পারফরম‌্যান্স একেবারেই আহামরি নয়। প্রথম টেস্টেও তিনি চূড়ান্ত ব‌্যর্থ হন। যদিও শাকিবের ফর্ম নিয়ে তেমন চিন্তায় নেই হাতুরেসিংহে। বলছিলেন, ‘‘আমি শাকিবের পারফরম‌্যান্স নিয়ে হতাশ নই। তবে বলতে পারি টিম হিসেবে আমাদের আরও ভালো পারফর্ম করা উচিত ছিল। আমি নিশ্চিত শাকিবও সেটাই ভাবছে। ও নিজেও ভাবছে কীভাবে আরও ভালো খেলা যায়। দেখুন ও কী করত পারে, সেটা আমাদের সবার জানা। দ্বিতীয় ইনিংস ও বেশ ভালো ব‌্যাটিং করছিল। বড় রান যে আসেনি, তাতে ওর খুব একটা দোষ আমি দেখছি না। বরং আমাদের প্রতিপক্ষ যথেষ্ট ভালো খেলেছে।’’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement