ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ করে ভারতের বিরুদ্ধে খেলতে এসেছিলেন। রোহিত ব্রিগেডের মোকাবিলার আগে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটবছিলেন। কিন্তু ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টেই ধরাশায়ী হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। তবে বিরাট হারের পরেও দলের পারফরম্যান্স নিয়ে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে তাঁর মুখে শোনা গেল ‘মাশাল্লাহ’।
দ্বিতীয় ইনিংসে ৮২ রান করে হার বাঁচানোর মরিয়া চেষ্টা করেছিলেন টাইগার অধিনায়ক। তবে শেষ পর্যন্ত ২৮০ রানে হেরে মাঠ ছেড়েছে বাংলাদেশ। কিন্তু লজ্জার হারের পরেও দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট অধিনায়ক। সাংবাদিক সম্মেলনে এসে তিনি বলেন, প্রথম দু’তিন ঘণ্টায় তাসকিন এবং হাসানের বোলিং আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক ছিল। পরে ভারত দারুণ ব্যাটিং করেছে। তাতে আমরা লড়াইয়ে পিছিয়ে পড়েছি। শুরুটা ভালই হয়েছিল। কিন্তু সেটা ধরে রাখতে পারিনি আমরা।’’
ব্যাটার হিসাবে ভালো পারফরম্যান্স করার চাপও ছিল শান্তর উপরে। দ্বিতীয় ইনিংসে নিজের ব্যাটিং নিয়ে খুশি টাইগার অধিনায়ক। তাঁর কথায়, ব্যাট হাতে সব সময় দলের জন্য কিছু করার চেষ্টা করি। এখানে ব্যাট করে ভাল লেগেছে। শেষ দিন আমাদের লক্ষ্য ছিল, যত ক্ষণ বেশি সম্ভব ব্যাট করা। ব্যবধান যতটা সম্ভব কমাতে চেয়েছিলাম আমরা। কিন্তু হল না।”
তারকা অলরাউন্ডার শাকিব আল হাসানের খারাপ পারফরম্যান্স নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয় শান্তকে। সাংবাদিকদের একজন প্রশ্ন ছুড়ে দেন, এখনও কি টেস্ট দলে শাকিবকে রেখে দেওয়া হবে? উত্তরে শান্ত সাফ জানিয়ে দেন, “খুব সাহসী প্রশ্ন মাশাল্লাহ। তবে অধিনায়ক হিসাবে আমি দেখেছি একজন ক্রিকেটার কতটা পরিশ্রম করছেন। ফর্মে ফিরতে মরিয়া চেষ্টা করছে শাকিব।” ভারতে খেলতে আসার আগে কাউন্টি খেলতে গিয়েছেন তারকা অলরাউন্ডার। কানপুর টেস্টে কি স্বমহিমায় ফিরতে পারবেন তিনি?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.