সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের হয়ে শাকিব আল হাসানের খেলার আশা এখনও রয়েছে। এমনটাই মনে করেন বিসিবি প্রেসিডেন্ট ফারুকি আহমেদ। তাঁর মতে, শাকিবের খেলার বিষয়টি নিয়ে বোর্ডের পক্ষে কিছু করা সম্ভব নয়। কিন্তু আদালত এবং প্রশাসনের সমস্যা মিটে গেলে তারকা অলরাউন্ডার আবার বাংলাদেশের জার্সি পরে খেলবেন বলেই আশাবাদী ফারুকি।
শেখ হাসিনার আওয়ামি লিগের টিকিটে সাংসদ হয়েছিলেন শাকিব। বাংলাদেশে আওয়ামি লিগ সরকারের পতনের পর থেকেই তাঁর বিরুদ্ধে জনরোষ তুঙ্গে উঠেছে। দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে চাইলেও শাকিবকে জানিয়ে দেওয়া হয়েছে, পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। বাংলাদেশে তাঁর সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার। তার পরেই শাকিব ক্ষুব্ধ হয়ে আফগানিস্তান সিরিজ থেকে যেভাবে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলেও নেই শাকিব।
শোনা গিয়েছিল, অবসর ঘোষণার পরে তাঁর কাছে মধ্যপ্রাচ্যের দুটো দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার প্রস্তাব ছিল। কিন্তু শাকিব পত্রপাঠ সে প্রস্তাব ফিরিয়ে দেন। জানিয়ে দেন, বাংলাদেশ বাদে অন্য কোনও দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার কথা তিনি ভাবতেই পারেন না। কিন্তু বাংলাদেশ প্রশাসন যেভাবে যুদ্ধং দেহি মনোভাব নিয়েছে, তাতেও যথেষ্ট ক্ষুব্ধ প্রাক্তন বিশ্বসেরা অলরাউন্ডার। সেই কারণেই দেশের হয়ে খেলা থেকে নিজেকে সরিয়ে রেখেছেন।
তবে শাকিবকে আবার বাংলাদেশের জার্সিতে খেলতে দেখা যাবে বলে আশাবাদী বিসিবি প্রেসিডেন্ট। তিনি বলেন, শাকিবকে নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। আমি চাই ও খেলুক। কিন্তু শাকিবের না খেলার বিষয়ে বোর্ডের কোনও ভূমিকা নেই। আদালত এবং প্রশাসনের জটিলতার কারণেই শাকিব নিজেকে দূরে সরিয়ে রেখেছে। তাই এসব ব্যাপারে কথা বলাটা আমার পক্ষে কঠিন। কিন্তু অন্যান্য সমস্যা যদি মিটে যায়, আমার বিশ্বাস শাকিব আবার বাংলাদেশের জার্সিতে খেলতে পারবে।” বাংলাদেশের হয়ে না খেললেও বিশ্বের নানা প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগে চুটিয়ে খেলছেন শাকিব। তবে দেশের হয়ে কবে খেলবেন, সেই সিদ্ধান্ত অলরাউন্ডারের উপরেই নির্ভর করছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.