সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের ক্রিকেটকে উন্নতির পথে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু পাকিস্তান ক্রিকেট বোর্ডের। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাক ভরাডুবির পরেই এই সিদ্ধান্ত সেদেশের ক্রিকেট বোর্ডের।
অনেকটা ভারতীয় ক্রিকেট বোর্ডের নীতি নিচ্ছে পিসিবি। কেন্দ্রীয় চুক্তির মেয়াদ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। খাঁড়ার ঘা পড়তে চলেছে বাবর আজমের উপরে। মহম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদিরও কেন্দ্রীয় চুক্তি কমতে চলেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্স করেছে পাকিস্তান। গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছেন বাবর আজমরা। পাক ক্রিকেটারদের পারফরম্যান্সে ক্ষুব্ধ পিসিবি বাবর আজমদের বেতন কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বলে শোনা গিয়েছিল। কিন্তু পরবর্তীতে তিন তারকা ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
পাক ক্রিকেটারদের সঙ্গে তিন বছরের চুক্তি করত সে দেশের ক্রিকেট বোর্ড। কিন্তু এবার থেকে তিন বছরের পরিবর্তে এক বছরের চুক্তি করবে পিসিবি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও ক্রিকেটারদের সঙ্গে এক বছরের চুক্তি করে। পিসিবিও সেই পথেই হাঁটছে।
সংস্কারের পথে পাক বোর্ড। পিসিবি-র চেয়ারম্যান মহসিন নকভি আলোচনায় বসেছিলেন লাল ও সাদা বলের কোচ গ্যারি কার্স্টেন ও জেসন গিলেসপির সঙ্গে তিন ঘণ্টা ধরে আলোচনা করেন। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় তাঁদের মধ্যে। পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয় দলে গ্রুপবাজি সহ্য করা হবে না। শৃঙ্খলাভঙ্গ করলে তাঁর শাস্তি পেতে হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে তারকা ক্রিকেটারদের মধ্যে বাক্যালাপ ছিল না বলে শোনা গিয়েছিল। ওয়াসিম আক্রমের মতো প্রাক্তন পাক অধিনায়ক বাবর আজমদের বিরুদ্ধে সোচ্চার হযেছিলেন। নকভি জানিয়েছেন, ”শৃঙ্খলা মেনে চলতে হবে খেলোয়াড়দের। দলের নিয়মনীতি ভঙ্গ করলে তার ফল পেতে হবে। একতা ও ঐকমত্য দেখাতে হবে। গ্রুপবাজি সহ্য করা হবে না। নিয়ম ভাঙলে ম্যানেজমেন্ট দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেবে।”
কার্স্টেন ও গিলেসপির হাতে চূড়ান্ত ক্ষমতা দেওয়া হয়েছে। তাঁদের ক্ষমতার উপরে আস্থা রয়েছে বলে জানিয়েছেন নকভি। বাবর আজমদের সামলানোর জন্য আরও কড়া হচ্ছে পিসিবি। কেন্দ্রীয় চুক্তি কমিয়ে দেওয়া, নিয়মশৃঙ্খলার উপরে জোর দেওয়া এবং দুই ফরম্যাটের কোচের উপরে চূড়ান্ত ক্ষমতা প্রদান করা তারই ফলশ্রুতি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.