ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup) দল ঘোষণা করল বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দেশের ক্রিকেট কিংবদন্তিরা ঘোষণা করলেন ১৫ সদস্যের স্কোয়াড। তবে দল ঘোষণায় নজর কাড়ল দুই খুদে। প্রাক্তন অজি ক্রিকেটারদের সঙ্গে দল ঘোষণা করল অ্যান্ড্রু সাইমন্ডসের দুই সন্তান। অজি ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়, প্রয়াত ক্রিকেটারকে শ্রদ্ধা জানাতেই এই পদক্ষেপ।
২০২২ সালের ১৪ মে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় দুবারের বিশ্বজয়ী সাইমন্ডসের। চলতি মাসেই তাঁর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। সেই কথা স্মরণ করেই অভিনব পদক্ষেপ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (Australia)। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার জন্য বেছে নেওয়া হয় সাইমন্ডসের দুই সন্তানকে। অস্ট্রেলিয়ার প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, স্কোয়াডের দুই সদস্যের নাম ঘোষণা করছে সাইমন্ডসের পুত্র উইল এবং কন্যা ক্লোই। অজি দলের অ্যাশটন আগার এবং মিচেল স্টার্কের নাম ঘোষণা করে তারা।
এছাড়াও ভিডিওতে দেখা গিয়েছে রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, গ্লেন ম্যাকগ্রা, ম্যাথু হেডেন, স্টুয়ার্ট ক্লার্ক, মাইকেল হাসি, মাইকেল ক্লার্ককে। ১৫ জনের দলে সুযোগ পাওয়া প্রত্যেক ক্রিকেটারের ভূয়সী প্রশংসা করেছেন অজি কিংবদন্তিরা। দল ঘোষণার ভিডিও প্রকাশ করে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের মজার ক্যাপশন, “বুঝতে পারছিলাম না কীভাবে দল ঘোষণা করা হবে। তাই পুরনো বন্ধুদের সাহায্য নিলাম।” উল্লেখ্য, প্রথমবার বিশ্বকাপের মঞ্চে অধিনায়কত্ব করবেন মিচেল মার্শ। অন্যদিকে, দল থেকে বাদ পড়লেন স্টিভ স্মিথ। আইপিএলে দুরন্ত ফর্মে থাকা জেমস ফ্রেজার ম্যাকগার্কের জায়গা হল না অজি দলে।
একনজরে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের দল: মিচেল মার্শ (অধিনায়ক), অ্যাশটন আগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হেজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।
We weren’t sure how to announce this year’s @T20WorldCup squad, so we asked a few of our friends to do it for us…#T20WorldCup pic.twitter.com/6rQZEe2LBQ
— Cricket Australia (@CricketAus) May 1, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.