সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেলবোর্ন টেস্টে পৌনে পাঁচশোতে গিয়ে থামল অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথের সেঞ্চুরিতে ভর করে রানের পাহাড় গড়ল অজিরা। বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করে তাদের সংগ্রহ ৪৭৪ রান। মাত্র এক রানের জন্য হাফসেঞ্চুরি ফসকেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল জশপ্রীত বুমরাহ। চার উইকেট তুলে নিয়েছেন তিনি।
মেলবোর্ন টেস্টের প্রথম দিন থেকেই এগিয়ে রয়েছে ব্যাগি গ্রিন ব্রিগেড। টস জিতে ব্যাটিং নেওয়ার পর ম্যাচের প্রথম সেশনেই ভারতের বোলিং লাইন আপকে বেসামাল করে দিয়েছিলেন দুই ওপেনার উসমান খোয়াজা এবং স্যাম কনস্টাস। সেখান থেকে অজি টপ অর্ডারের প্রত্যেকেই ভালো রান পেয়েছেন। গতকালের ছন্দ ধরে রেখেই আজ সেঞ্চুরি হাঁকালেন স্মিথ। ১৪০ রান করে আকাশ দীপের শিকার হন তিনি।
প্রথম দিনের শেষে অজিদের স্কোর ছিল ৩১১ রান। ৬ উইকেট পড়ে গেলেও অস্ট্রেলিয়ার ক্রিকেটপ্রেমীরা ভরসা রেখেছিলেন বহু যুদ্ধের অভিজ্ঞ সৈনিক স্মিথের উপর। ভক্তদের নিরাশ করেননি তিনি। দ্বিতীয় দিনের প্রথম সেশনেই মারকুটে ব্যাটিং শুরু করলেন স্মিথ। তরুণ তুর্কি নীতীশ রেড্ডিকে বাউন্ডারি মেরে শতরান পূর্ণ করেন। তারপরেও মারকাটারি মেজাজেই দেখা যায় স্মিথকে। ১৯৭ বলে ১৪০ রান করে থামেন তিনি। ১৩টি বাউন্ডারির পাশাপাশি হাঁকিয়েছেন ৩টি ছক্কাও। ভারতের বিরুদ্ধে এদিন ১১তম সেঞ্চুরি করলেন স্মিথ।
স্মিথ ছাড়াও এদিন ঝোড়ো ব্যাটিং করলেন কামিন্স। ৭টি বাউন্ডারি মেরে তাঁর স্কোর ৪৯। লোয়ার অর্ডারে মিচেল স্টার্কের ১৫ এবং নাথান লিয়নের ১৩ রানে ভর করে সাড়ে চারশোর গণ্ডি পেরল অজিরা। দ্বিতীয় দিন মাত্র দেড় সেশন ব্যাট করে ১৬৩ রান তুলেছেন কামিন্সরা। অজি তাণ্ডবের সামনে বেহাল দশা ভারতের বোলিংয়ের। ‘সেঞ্চুরি’ হাঁকিয়েছেন মহম্মদ সিরাজও। ২৩ ওভার বল করে ১২২ রান দিয়েছেন, একটাও উইকেট আসেনি তাঁর ঝুলিতে। তিনটি উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা, একটি গিয়েছে ওয়াশিংটন সুন্দরের ঝুলিতে। বঙ্গ পেসার আকাশ দীপও পেয়েছেন দুটি উইকেট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.