Advertisement
Advertisement
Kamran Ghulam

‘১৬ ভাইবোন!’ নিজের দেশের ক্রিকেটারকেই কটাক্ষ আক্রমের, পালটা জবাব নেটদুনিয়ার

আক্রমের কথার সূত্র ধরে পাক ক্রিকেটারের 'পরিবার' নিয়ে মন্তব্য করেন অ্যাডাম গিলক্রিস্ট, মাইকেল ভনও।

AUS vs PAK: Wasim Akram made controversial comments on Kamran Ghulam

কামরান গুলাম ও ওয়াসিম আক্রম।

Published by: Arpan Das
  • Posted:November 5, 2024 4:06 pm
  • Updated:November 5, 2024 4:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে হেরেছে পাকিস্তান। ২০৩ রান সম্বল করে যথেষ্ট লড়াই দিয়েও শেষরক্ষা হয়নি। অধিনায়ক হিসেবে শুরুটা ভালো হয়নি মহম্মদ রিজওয়ানের। সেই ম্যাচেও (AUS vs PAK) ধাওয়া করল বিতর্ক। তবে সেটা মাঠের মধ্যে নয়, মাঠের বাইরে। পাকিস্তানের ক্রিকেটারের পরিবারকে কটাক্ষ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ওয়াসিম আক্রম, মাইকেল ভন ও অ্যাডাম গিলক্রিস্টের মতো তারকারা।

পাকিস্তানের হয়ে ব্যাট করতে নেমেছিলেন কামরান গুলাম (Kamran Ghulam)। যদিও ব্যর্থ হন তিনি। ৬ বলে ৫ রান করে আউট হয়ে যান। তবু চর্চায় কামরানের নাম। আরও স্পষ্ট করে বললে কামরানের পরিবার। ধারাভাষ্যের সময় আচমকাই নিজের দেশের প্লেয়ার সম্বন্ধে আক্রম বলে ওঠেন, “কামরান বড় পরিবার থেকে উঠে এসেছে। ১২ ভাইয়ের মধ্যে ও ১১তম। এছাড়া ৪ বোনও আছে।”

Advertisement

সেই কথা শুনে মাইকেল ভন বলে ওঠেন, “১৬জন ভাই-বোন। বাপরে! তাদের মধ্যে বয়সের পার্থক্য কত, সেটা জানতে খুব ইচ্ছা করে।” তাঁদের সঙ্গে যোগ দেন অ্যাডাম গিলক্রিস্টও। তিনি টিপ্পনি কাটেন, “এটা তো পাকিস্তান নির্বাচন কমিটি।” ক্রিকেটের কিংবদন্তি তারকারা কামরানকে নিয়ে হালকাচ্ছলে যাই বলে থাকুন না কেন, তা ভালো চোখে নিচ্ছেন না ক্রিকেটভক্তরা। ক্রিকেটের আলোচনার বাইরে পাক ক্রিকেটারের ব্যক্তিগত জীবন ও পরিবারকে কেন টেনে আনা হল, সেই প্রশ্ন তুলছেন অনেকে।

এই ম্যাচে আরও একবার কটাক্ষের মুখে পড়তে হয় কামরানকে। প্যাট কামিন্সের বাউন্স সামলাতে না পেরে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। তার পরই ধারাভাষ্যকার কেরি ও কিফে বলেন, ‘এটা মুলতানের পিচ নয় ভাই, এটা এমএসজি’। এই মন্তব্যকেও ভালো চোখে নেননি পাক সমর্থকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement