Advertisement
Advertisement
Athiya Shetty

স্বামী রাহুলের অপমানে আথিয়ার মনেও ঝড়! ইনস্টাগ্রামে কী বার্তা দিলেন?

মঙ্গলবার দিল্লির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছেন রাহুলরা।

Athiya Shetty shares cryptic post amidst LSG captain KL Rahul and Sanjiv Goenka Controversy
Published by: Arpan Das
  • Posted:May 14, 2024 10:15 am
  • Updated:May 14, 2024 4:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল-গোয়েঙ্কার বিতর্কিত অধ্যায় যেন থেমেও থামছে না। দেশের ক্রিকেট জনতা রীতিমতো ক্ষুব্ধ লখনউ (Lucknow Super Giants) মালিক সঞ্জীব গোয়েঙ্কার  (Sanjiv Goenka) আচরণে। কেএল রাহুল (KL Rahul) এই নিয়ে কোনও মন্তব্য করেননি। কিন্তু এবার সোশাল মিডিয়ায় সাংকেতিক ভাবে বার্তা দিলেন লখনউ অধিনায়কের স্ত্রী আথিয়া শেঠি (Athiya Shetty)।

সানরাইজার্স হায়দরাবাদের কাছে ম্যাচ হারের পর লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে দেখা গিয়েছে দলনায়ক লোকেশ রাহুলকে ধমকাচ্ছেন। সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। সোশাল মিডিয়া ব্যবহারকারীরা তীব্র প্রতিক্রিয়া দেখান সেই ঘটনা নিয়ে। সেই মাধ্যমকে ব্যবহার করেই ‘জবাব’ দিলেন আথিয়া।

Advertisement

[আরও পড়ুন: নেই কোনও রিজার্ভ ডে! টি-২০ বিশ্বকাপের সূচি নিয়ে বিপাকে আইসিসি]

এদিন ইনস্টাগ্রামে একটি স্টোরি আপলোড করেন বলিউড অভিনেত্রী। সমুদ্রের উপর মেঘ-রোদের খেলা। তার উপর লেখা, ‘the calm after the storm’। যার বাংলা অর্থ, ঝড়ের পরের শান্তি। যা দেখে ক্রিকেটপ্রেমীদের মনে পড়ছে রাহুল-গোয়েঙ্কা ঝড়ের কথা। এমনিতেও লখনউয়ে রাহুলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন রাহুল? নাকি মিটমাট হয়ে গিয়েছে লখনউ শিবিরে? মেঘের আড়ালে রোদের ছবিতে ‘শান্তির’ ইঙ্গিত নিয়ে জল্পনা শুরু হয়েছে সোশাল মিডিয়ায়।Athiya Shetty shares cryptic post amidst LSG captain KL Rahul and Sanjiv Goenka Controversy

মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে লখনউ। রাহুলদের প্লে অফ ভাগ্য নির্ভর করছে এই ম্যাচে। দর্শকদেরও নজর থাকবে রাহুলের উপর। তার আগে আথিয়ার সাংকেতিক বার্তা কি নতুন সম্ভাবনা উসকে দিচ্ছে? সেরকমই মনে করছে নেটদুনিয়া।

[আরও পড়ুন: দ্রাবিড়ের চেয়ারে বসবেন কে? রোহিত-বিরাটদের হেডস্যর খুঁজতে বিজ্ঞাপন দিল বোর্ড]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement