২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে এভাবেই পাক বধ করেছিলেন বিরাট কোহলি। ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের (Asia Cup 2023) মঞ্চে ভারত-পাক (IND vs PAK) মহারণের জন্য বেশ কিছু সময় বাকি আছে। তবে এর আগেই বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে ‘মাইন্ড গেম’ শুরু করে দিয়েছে পাকিস্তান (Pakistan)। টিম ইন্ডিয়ার (Team India) মহাতারকাকে কাবু করার জন্য মাঠের বাইরে কথার লড়াইয়ে মশগুল চিরপ্রতিদ্বন্দ্বী দেশের তারকা অলরাউন্ডার শাদাব খান (Shadab Khan)।
এশিয়া কাপের দল নির্বাচনের সময় মুখ্য নির্বাচক প্রধান অজিত আগরকরকে (Ajit Agarakar) প্রশ্ন করা হয়, বিরাট কীভাবে পাক বোলারদের সামলাবেন? সেই সময় আগরকর সটান বলে দেন যে, “বিরাট যথেষ্ট অভিজ্ঞ। পাক বোলারদের বিরাট সামলে নেবে।” সেটাই ভালভাবে নিতে পারলেন পাক অলরাউন্ডার। তিনি এবার পালটা দিলেন।
শাদাব খান বলেন, “বিরাট কত বড় ক্রিকেটার সেটা আমরা সবাই জানি। কিন্তু সেদিন বিরাট কেমন ব্যাট করবে, আমাদের বোলাররা কীভাবে ওর বিরুদ্ধে ছক করবে সেটা তো এখন থেকেই বলে দেওয়া যাচ্ছে না। ওরা যেমন বিরাটের ব্যাট থেকে রান চাইবে, ঠিক আমরাও চাই বিরাটকে দ্রুত আউট করতে। বাকিটা তো ম্যাচের সময় বোঝা যাবে।”
২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাক বোলারদের একা বুঝে নিয়েছিলেন ‘কিং কোহলি’। মেলবোর্নের বাইশ গজে সেই রাতে ৫৩ বলে ৮২ রানে অপরাজিত ছিলেন বিরাট। ফলে চার উইকেটে জয় পায় ভারত।
তবে শুধু সেই ম্যাচ নয়। পাকিস্তানের বিরুদ্ধে বিরাটের পারফরম্যান্স বরাবরই দারুণ। এখনও পর্যন্ত ১৩ ম্যাচের ১৩ ইনিংসে ৫৩৬ রান করেছেন বিরাট। গড় ৪৮.৭২। স্ট্রাইক রেট ৯৬.২২। সঙ্গে রয়েছে ২টি শতরান ও ২টি অর্ধ শতরান। সর্বোচ্চ ১৮৩। ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের অভিযান শুরু করবে ভারত। এবারের ‘মাদার অফ অল ব্যাটল’-এ বিরাট কেমন ভাল পারফরম্যান্স করে সেটাই দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.