Advertisement
Advertisement

Breaking News

Asia Cup 2023: পাকিস্তানের আতিথেয়তা কেমন? স্মৃতির ঝাঁপি উপুর করলেন রজার বিনি

পাক সফর নিয়ে উচ্ছ্বস্বিত রজার বিনি।

Asia Cup 2023: BCCI president Roger Binny share his memory of Pakistan visit

পাক সফরে যাচ্ছেন বিসিসিআই সভাপতি রজার বিনি। ফাইল ছবি

Published by: Sabyasachi Bagchi
  • Posted:August 27, 2023 12:38 pm
  • Updated:August 29, 2023 11:52 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের (Pakistan) আমন্ত্রণে চিরপ্রতিদ্বন্দ্বী দেশে পা রাখবেন রজার বিনি (Roger Binny)। বিসিসিআই (BCCI) সভাপতির সঙ্গে এই সফরে থাকবেন সহ-সভাপতি রাজীব শুক্লা (Rajiv Shukla)। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) আমন্ত্রণে এশিয়া কাপের (Asia Cup 2023) ম্যাচ দেখতে সে দেশে যাবেন ভারতের (India) বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এই খবরটি নিশ্চিত করেছেন বিনি। আগামী ৪ সেপ্টেম্বর এশিয়া কাপের ম্যাচ দেখতে পাকিস্তানে যাচ্ছেন।

মাস খানেক আগে পিসিবি-র চেয়ারম্যান জাকা আশরাফ বিসিসিআই সভাপতি ও তাঁর স্ত্রীকে পাক সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। ওয়াঘা দিয়ে রজার বিনি ও রাজীব শুক্লা পাক ভূমে পা রাখবেন।

Advertisement

[আরও পড়ুন: হাঙ্গেরির বুদাপেস্টে ‘জয় ভারত’! এশিয়ান রেকর্ড গড়ে ৪x৪০০ রিলের ফাইনালে টিম ইন্ডিয়া]

এই পাক সফর নিয়ে রজার বিনি বলেন, “আগামী ৪ সেপ্টেম্বর আমি ও রাজীব শুক্লা পাকিস্তানে যাচ্ছি। সেখানে অফিসিইয়াল ডিনার গ্রহণ করার পাশাপাশি বেশ কয়েকটি ম্যাচও দেখব। সেই সফর শেষ করে আমরা ৭ সেপ্টেম্বর ফিরে আসব।” তবে পাক সফরে যাওয়ার আগে শ্রীলঙ্কায় যাবেন রজার বিনি। ২ সেপ্টেম্বর ক্যান্ডির বাইশ গজে ভারত-পাক মহারণ। সেই মেগা ম্যাচেরও সাক্ষী থাকবেন বোর্ড প্রধান।

এর আগেও পাক সফরে গিয়েছিলেন। সেটাও জানাতে ভুলে যাননি রজার বিনি। তিনি ফের বলেন, “খেলোয়াড়ি জীবনে কয়েকবার পাকিস্তানে গিয়েছিলাম। মনে আছে ১৯৮০ সালে পাক সফরে গিয়ে বেশ কয়েকটি দোকানে গিয়েছিলাম। সেখানে আমরা দারুণ আতিথেয়তা পেয়েছিলাম।”

[আরও পড়ুন: বিরাট না বাবর, কে সেরা? মজার জবাব দিলেন বিশ্বজয়ী অজি তারকা]

প্রসঙ্গত, গত ১৫ বছরে এই প্রথমবার কোনও বিসিসিআই আধিকারিক পাকিস্তান সফরে যাচ্ছেন। মুম্বই হামলার (২৬/১১) পর থেকেই এই দুটো দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ করে দেওয়া হয়েছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement