সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছু দিন আগেই পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের কোচের দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন গ্যারি কার্স্টেন। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে জেসন গিলেসপি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দায়িত্ব সামলেছেন। এবার তাঁর জায়গায় সাদা বলের ক্রিকেটে নতুন অন্তর্বর্তীকালীন কোচ নিচ্ছে পাকিস্তান। সেদেশের প্রাক্তন ক্রিকেটার আকিব জাভেদকে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দায়িত্ব দিচ্ছে পিসিবি। ঘটনাচক্রে আকিব পাকিস্তানের নির্বাচন কমিটিতেও রয়েছেন।
এই নিয়ে এক বছরে সাদা বলের পাঁচজন কোচকে সরাল পাকিস্তান। গতবছর ওয়ানডে বিশ্বকাপের পর দায়িত্বে ছিলেন নিউজিল্যান্ডের গ্র্যান্ট ব্রাডবার্ন। জানুয়ারিতে তিনি সরে যাওয়ার পর দায়িত্বে আসেন মহম্মদ হাফিজ। তাঁরও চাকরি বেশিদিন থাকেনি। পরে আজহার মাহমুদকে অন্তর্বর্তীকালীন কোচের পদ দেয় পিসিবি। অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোচের পদে আসেন বিশ্বজয়ী কোচ গ্যারি কার্স্টেন।
কিন্তু পিসিবি-র আচরণে তিতিবিরক্ত কার্স্টেন কিছুদিন আগেই সরে দাঁড়ান। বাধ্য হয়ে টেস্ট দলের কোচ জেসন গিলেসপিকেই সাদা বলের দায়িত্ব দেওয়া হয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে সাফল্যও আসে। অজি কোচকে সাদা বলেও পূর্ণ সময়ের জন্যই চেয়েছিল পিসিবি। কিন্তু জানা যাচ্ছে বাড়তি দায়িত্বের জন্য তাঁকে বেশি বেতন দিতে রাজি নয় পাক বোর্ড। ফলে গিলেসপিকে নিয়ে পরিকল্পনা সফল হয়নি।
অবশেষে অন্তর্বর্তীকালীন হলেও দায়িত্ব সামলাবেন আকিব জাভেদ। যিনি আবার পাকিস্তানের নির্বাচন কমিটিতেও আছেন। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাবর-রিজওয়ানদের হেডস্যর থাকবেন তিনি। এর পর জিম্বাবোয়ে, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ আছে পাকিস্তানের। সেখানে দায়িত্বে থাকবেন আকিব।
Aqib Javed confirmed interim white-ball head coach
Details here ⤵️ https://t.co/lNkZ7QRW4z
— PCB Media (@TheRealPCBMedia) November 18, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.