Advertisement
Advertisement

Breaking News

Sunil Gavaskar

‘কেউ অপপ্রচার করছে না’, স্ট্রাইক রেট প্রশ্নে ফের কোহলিকে তোপ গাভাসকরের

স্ট্রাইক রেট নিয়ে বিরাটের মন্তব্য ভালোভাবে নেননি গাভাসকর।

Angry Sunil Gavaskar hits back at Virat Kohli
Published by: Subhajit Mandal
  • Posted:May 5, 2024 11:17 am
  • Updated:May 5, 2024 11:20 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি আইপিএলে (IPL 2024) ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে বিরাট কোহলি। রানের নিরিখে সবার চেয়ে এগিয়ে তিনিই। তাও বারবার সমালোচনা শুনতে হচ্ছে বিরাটকে। বারবার প্রশ্ন তোলা হচ্ছে স্ট্রাইক রেট নিয়ে। যা নিয়ে এবার রীতিমতো বাকযুদ্ধে জড়িয়ে পড়লেন কোহলি এবং সুনীল গাভাসকর। বিরাটকে রীতিমতো কড়া ভাষায় আক্রমণ করলেন ‘লিটল মাস্টার’।

আসলে গত ২৮ এপ্রিল গুজরাট টাইটান্সকে (Gujarat Titans) হারানোর পর স্ট্রাইক রেট নিয়ে সমালোচকদের কড়া জবাব দেন কোহলি। তিনি বলে দেন, “আমার বিশ্বাস সবাই আমার স্ট্রাইক রেট নিয়ে কথা বলছে না। আমি স্পিন খেলতে পারি কিনা সেই নিয়ে তারাই আলোচনা করছে যারা এসব নিয়ে কথা বলতে ভালোবাসে। আমার কাছে দলকে জেতানোই আসল। গত ১৫ বছরে সেটাই করে আসছি। জানি না যারা একটা জায়গায় বসে এই কথাগুলো বলছেন তাঁরা ওই পরিস্থিতিতে পড়েছেন কিনা।”

Advertisement

[আরও পড়ুন: প্রতিবাদের জের, রোহিত ভেমুলার বন্ধ তদন্ত ফের চালুর আশ্বাস পুলিশের]

বিরাটের (Virat Kohli) সেই মন্তব্য ভালোভাবে নেননি কিংবদন্তি গাভাসকর। শনিবার ফের গুজরাটকে হারিয়েছে আরসিবি। ওই ম্যাচের পর ফের পুরনো মন্তব্যের জন্য বিরাটকে নিশানা করলেন লিটল মাস্টার। তিনি বলে দিলেন, “ধারাভাষ্যকররা তখনই প্রশ্ন তুলেছিল, যখন আপনার স্ট্রাইক রেট ছিল ১১৮। আপনি ওপেন করতে আসছেন, আপনার স্ট্রাইক রেট থাকছে ১১৮, আপনি ওই একই স্ট্রাইক রেট নিয়ে ১৪ বা ১৫তম ওভারে আউট হয়ে যাচ্ছেন। সেটার জন্যও যদি প্রশংসা দাবি করেন, তাহলে আলাদা ব্যাপার।”

[আরও পড়ুন: ‘বিজেপির পরিকল্পিত চক্রান্ত’, সন্দেশখালির ‘স্টিং’ ভিডিও হাতিয়ার করে তোপ অভিষেকের]

গাভাসকর সরাসরি বিরাটকে কটাক্ষ করে বলেছেন, “এরা বারবার বলে বাইরের কে কী বলল, তাতে আমাদের যায় আসে না। তাহলে কেন বাইরের লোকেদের প্রশ্নের জবাব দিচ্ছেন। আমরা সকলেই কমবেশি ক্রিকেটটা খেলেছি। হয়তো অত বেশি খেলিনি। আমরা সেটা নিয়েই কথা বলি যেটা দেখি। কারও নামে অপপ্রচার করি না। আমাদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নেই, থাকলেও সেটার ভিত্তিতে আমরা মন্তব্য করি না। আমরা মন্তব্য করি, যেটা হচ্ছে সেটা দেখেই।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement