Advertisement
Advertisement

Breaking News

Ravindra Jadeja

‘ধোনি-ধোনি’ চিৎকার সহ্য করতে পারতেন না জাদেজা, বিস্ফোরক প্রাক্তন সতীর্থ

কে ফাঁস করলেন এই তথ্য?

Ambati Rayudu reveals that Ravindra Jadeja has been frustrated with the same

রবীন্দ্র জাদেজা।

Published by: Krishanu Mazumder
  • Posted:May 14, 2024 6:55 pm
  • Updated:May 14, 2024 7:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেন্নাই সুপার কিংস সমর্থকরা আগে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ভক্ত। পরে ফ্র্যাঞ্চাইজির ভক্ত। সিএসকে-র জার্সিতে খেলেছেন অম্বতি রায়ডু (Ambati Rayudu)। সেই অভিজ্ঞতা থেকে প্রাক্তন চেন্নাই সুপার কিংস ক্রিকেটার জানাচ্ছেন, ধোনির প্রতি অফুরান এই ভালোবাসা, ধোনি-ধোনি শব্দব্রহ্মে বিরক্ত হতেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)।
এবারের আইপিএলেও ধোনির প্রতি সিএসকে সমর্থকদের ভালোবাসা, সমর্থন দেখা যাচ্ছে। ধোনি ব্যাট হাতে নামলেই ভক্ত-অনুরাগীদের চিৎকার শ্রবণশক্তি বিকল করে দিতে পারে।

[আরও পড়ুন: ১০ বছরেই দাবার রহস্য সমাধান করবে কম্পিউটার, ভবিষ্যদ্বাণী টেক-জিনিয়াস মাস্কের]

 

Advertisement

ধোনির প্রতি চেন্নাই সুপার কিংস ভক্তদের এই হৃদয় উজাড় করা ভালোবাসার বর্ণনা দিয়ে রায়ডু বলছেন, ”অন্য ক্রিকেটার চার-ছক্কা হাঁকালে দর্শকরা নীরব থাকে। শেষের দিকে আমি আর জাদেজা এটা উপলব্ধি করতে পেরেছিলাম। আমি বিশ্বাস করি সিএসকে ভক্তরা আসলে আগে ধোনি ভক্ত। পরে ফ্র্যাঞ্চাইজির ভক্ত। দর্শকদের ধোনির প্রতি ভালোবাসায়, ধোনি-ধোনি চিৎকারে জাদেজা বিরক্ত হতো, হতাশ হতো। কিন্তু ওর কিছু করার ক্ষমতা ছিল না।”
ধোনি-ম্যানিয়া চলছেই। অনেকেই বলছেন, এবছরের পরে ধোনি আর খেলবেন না আইপিএলে। এবারের টুর্নামেন্টের বল গড়ানোর আগে ধোনি তাঁর নেতৃত্বের আর্মব্যান্ড তুলে দিয়েছিলেন ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে। চেন্নাইয়ের প্রতিটি ম্যাচে কেবল ধোনিকে দেখার জন্যই চিপকে ভিড় জমাচ্ছেন ভক্ত-অনুরাগীরা।

[আরও পড়ুন: বিতর্ক অতীত! দিল্লি ম্যাচের আগে রাহুলকে আলিঙ্গন গোয়েঙ্কার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement