Advertisement
Advertisement
Afro-Asia Cup

ফিরে আসতে চলেছে অ্যাফ্রো-এশিয়া কাপ, এক টিমে রিজওয়ান-বুমরাহ?

এর আগে দু’বার হয়েছে এই প্রতিযোগিতা।

Afro-Asia Cup set to be revived after almost two decades
Published by: Biswadip Dey
  • Posted:November 6, 2024 10:08 am
  • Updated:November 6, 2024 3:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিরে আসতে চলেছে অ‌্যাফ্রো-এশিয়া কাপ। যা এক সময় হত অতীতে। যেখানে এশিয়া একাদশ আর আফ্রিকা একাদশের মধ‌্যে সীমিত ওভারের একাধিক ম‌্যাচ হত। যে টুর্নামেন্ট আয়োজন করত আফ্রিকা ক্রিকেট সংস্থা।

এর আগে দু’বার হয়েছে অ‌্যাফ্রো-এশিয়া কাপ। ২০০৫ সালে দক্ষিণ আফ্রিকায়। ২০০৭ সালে ভারতে। ২০০৯ সালে টুর্নামেন্টের তৃতীয় সংস্করণ হওয়ার কথা ছিল কেনিয়ায়। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। তার প্রায় দু’দশক বাদে ফিরতে চলেছে অ‌্যাফ্রো-এশিয়া কাপ। আর যদি সব ঠিকঠাক চলে, যদি টুর্নামেন্ট হয়, তা হলে ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের একই সঙ্গে একই টিমে খেলতে দেখা যাবে।

Advertisement

যেমন দেখা গিয়েছিল ২০০৫ সালে। যে বার এশিয়া একাদশের নেতৃত্বে ছিলেন ইনজামাম-উল-হক। টিমে ছিলেন রাহুল দ্রাবিড়, আশিস নেহরা, অনিল কুম্বলের মতো তারকারা। ২০০৭ সালের এশিয়া একাদশের স্কোয়াডে ছিলেন মহেন্দ্র সিং ধোনি, শচীন তেণ্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ‌্যায়, হরভজন সিং, জাহির খান, যুবরাজ সিংয়ের সঙ্গে মহম্মদ আসিফ, মহম্মদ ইউসুফ, শোয়েব আখতাররাও। আর তাই এবার যদি টুর্নামেন্ট হয়, একই টিমে জশপ্রীত বুমরাহ এবং মহম্মদ রিজওয়ানকে খেলতে দেখা গেলে অবাক হওয়ার নেই। এখন এই টুর্নামেন্ট শুরু হয় কি না, সেটাই দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement