ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ডিআরএস’ প্রতারণা করার অভিযোগ উঠল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। সেই ভিডিও ভাইরাল হল সোশাল মিডিয়ায়।
মুম্বই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস ম্যাচের ১৫-তম ওভারের ঘটনা। ব্যাট করছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব। পাঞ্জাবের অর্শদীপ সিং ওয়াইড ইয়র্কার দেন। সূর্যকুমার যাদব লেগ সাইডে সরে গিয়েছিলেন। তিনি বলের কাছে পৌঁছতে পারেননি।
আম্পায়ার প্রথমে ওয়াইড দেননি। সেই সময়ে মুম্বই ইন্ডিয়ান্সের এক সতীর্থ ডাগ আউটে বসে ডিআরএস নেওয়ার জন্য ইশারা করেন ব্যাটারকে। রিভিউ দেখে আম্পায়ার ওয়াইডের সিদ্ধান্ত দেন। এই সিদ্ধান্ত সমর্থন করতে পারেননি পাঞ্জাব কিংসের অধিনায়ক স্যাম কুরান। আম্পায়ারকে অভিযোগ জানাচ্ছিলেন তিনি।
another incident where umpires supported MI. Tim David singling for DRS after seeing the reply, Sam Curran pointed out but umpire ignored him and asked from third umpire. this is shameful pic.twitter.com/QOS27aLXsr
— Sunil the Cricketer (@1sInto2s) April 19, 2024
এদিকে ১৯-তম ওভারে টিম ডেভিডকে একই ভাবে অফস্ট্যাম্পের বাইরে বল দিয়েছিলেন স্যাম কুরান। আম্পায়ার প্রথমে ওয়াইড দেননি। কিন্তু ব্যাটার রিভিউ চান। পরে ওয়াইড দেন আম্পায়ার। আম্পায়ারদের এহেন সিদ্ধান্ত দেখার পরে স্থির থাকতে পারেননি সানরাইজার্স হায়দরাবাদের প্রাক্তন হেড কোচ টম মুডি।
It’s time we considered having specialist 3rd umpires, too many questionable decisions being made.
Some umpires are better suited on field, the 3rd umpire requires experience and a certain skill set. #IPL— Tom Moody (@TomMoodyCricket) April 18, 2024
তিনি বলেন, ”বিশেষজ্ঞ তৃতীয় আম্পায়ারের দরকার এখন। অনেকগুলো সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন রয়েছে। কিছু আম্পায়ারকে মাঠেই ভালো লাগে। তৃতীয় আম্পায়ারের কাজ সুষ্ঠু ভাবে করতে হলে দক্ষতা ও অভিজ্ঞতা লাগে।” আইপিএলের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন উঠে গেল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.