ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা মোকাবিলায় বিশ্বকে পথ দেখাবে ভারত, এই সার্টিফিকেট আগেই দিয়েছিলেন WHO-এর শীর্ষ কর্তা মাইকেল জে রায়ান। এবার খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরোজ আধানম গেবিয়াসেস (Tedros Adhanom) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দরাজ সার্টিফিকেট দিয়ে দিলেন। লকডাউনে দেশের গরিবদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক প্যাকেজ বিশ্বের সব উন্নয়নশীল দেশের জন্য উদাহরণ হতে পারে। এমনটাই মনে করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।
Countries are asking ppl to #stayhome & shutting down population movement to limit #COVID19 transmission. These steps can have unintended consequences for the poorest & most vulnerable. I call on countries to ensure these populations have food & life essentials during the crisis.
— Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) April 2, 2020
WHO-এর শীর্ষকর্তা যে লকডাউনের পক্ষে নন, সেটা আগেও তাঁর কথায় বোঝা গিয়েছে। তিনি ঘোষণা করেছিলেন, শুধু লকডাউন করে করোনা রোখা যাবে না। সেজন্য প্রয়োজন আক্রমণাত্মক পদক্ষেপ। বৃহস্পতিবার টুইটারে তিনি বললেন, “লোকজনকে বাড়িতে থাকতে বলা, আর জনসংখ্যার গতিবিধি নিয়ন্ত্রণ করার ফলে আসলে সমাজের সবচেয়ে গরিব এবং বিপর্যস্ত শ্রেণির অপূরণীয় ক্ষতি হচ্ছে।” এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ঘোষিত আর্থিক প্যাকেজের প্রশংসা করেন টেডরোজ আধানম গেবিয়াসেস। তিনি বলেন,”আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানাই ১.৭ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের জন্য। মোদির এই প্যাকেজের মধ্যে আছে ৮০ কোটি গরিব মানুষের বিনামুল্যে রেশন, ২০ কোটি ৪০ লক্ষ দরিদ্র মহিলার জন্য সরাসরি অর্থ সাহায্য এবং ৮ কোটি পরিবারের জন্য সরাসরি গ্যাস সিলিন্ডার।”
WHO কর্তা বলেন, অনেক উন্নয়নশীল দেশই ভারতের পথ অনুসরণ করতে পারে। অর্থনীতির ভেঙে পড়া রুখতে এবং গরিবদের সাহায্যের জন্য সব দেশকে বড় সিদ্ধান্ত নিতে হবে। উল্লেখ্য, দিন দুয়েক আগেই ভারতের অর্থনীতি নিয়ে বড় ঘোষণা করা হয়েছে রাষ্ট্রসংঘের আর্থিক রিপোর্টে। যাতে বলা হয়েছে গোটা বিশ্ব আর্থিক মন্দার দিকে এগোলেও ভারত এর কবল থেকে রক্ষা পাবে। অনেকেই মনে করছেন, কেন্দ্রের এই আর্থিক প্যাকেজই ভারতকে বড় আর্থিক ধাক্কা থেকে উদ্ধার করতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.