Advertisement
Advertisement
Covid Treatment

নিজের খরচে আউটডোরে কোভিড চিকিৎসা করিয়েছেন? টাকা ফেরত দেবে রাজ্য সরকার

ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের এই নতুন বিজ্ঞপ্তি সম্পর্কে জেনে রাখুন।

West Bengal government will reimburse the expense of Covid treatment in OPD | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Suparna Majumder
  • Posted:February 16, 2022 9:30 pm
  • Updated:February 16, 2022 9:31 pm

মলয় কুণ্ডু: এবার কোভিড চিকিৎসার (Covid Treatment) আউটডোরের খরচ মিলবে ওয়েস্ট বেঙ্গল হেল্থ স্কিমের (West Bengal Health Scheme) আওতায়। যদি কেউ করোনা (Coronavirus) পজিটিভ হন, তাহলে ওপিডিতে চিকিৎসা করানোর জন্য নিজের অর্থ ব্যয় করলে পরে তা দিয়ে দেবে রাজ্য সরকার।

বুধবার অর্থ দপ্তরের মেডিক্যাল সেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, এতদিন পর্যন্ত আউটপেশেন্ট ডিপার্টমেন্ট বা ওপিডিতে ১৬টি রোগ বা অসুস্থতার চিকিৎসায় ‘রিইমবার্স’ বা পরবর্তী খরচ মিটয়ে দিত রাজ্য সরকার। এবার সেই তালিকায় কোভিডও অন্তর্ভুক্ত করা হল বলে এদিন বিজ্ঞপ্তিতে জানিয়েছেন অর্থ সচিব মনোজ পন্থ।

Advertisement

[আরও পড়ুন: বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে চলবে স্কুল, খসড়া তৈরি করল রাজ্য সরকার]

আর এই ব্যবস্থা হওয়ার পরে RT-PCR, ট্রুন্যাট, সিবিন্যাট পরীক্ষায় করোনা রিপোর্ট পজিটিভ হলে ওপিডিতে চিকিৎসার খরচ ওয়েস্ট বেঙ্গল হেল্থ স্কিমের আওতায় দেওয়া হবে। যদি কারও রিপোর্ট নেগেটিভ আসে, তাহলে শুধুমাত্র কোভিড পরীক্ষার খরচই মিলবে। অন্যান্য কোনও খরচ দেওয়া হবে না। একইসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা আক্রান্তের ক্ষেত্রে ‘প্যাকেজ বেসড স্যাটেলাইট ফেসিলিটি’ বা ‘পিবিএসএফ’ বা এই ধরনের কোনও চিকিৎসায় কোনও অর্থ ‘রিইমবার্স’ দেওয়া হবে না।

বুধবার স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে নতুন করে বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৩৯ জন। যা আগের দিনের তুলনায় বেশি। পজিটিভিটি রেট ১.১৮ শতাংশ। মৃত্যু হয়েছে ১৮ জনের। রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ৯৫ জন উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। আগের দিনের তুলনায় বেশ খানিকটা বেড়েছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে কলকাতার (Kolkata)। একদিনে আক্রান্ত সেখানকার ৫৮ জন। আগেরদিন ওই জেলায় সংক্রমিতের সংখ্যা ছিল ৭১।

[আরও পড়ুন: ডাকাতির টাকায় প্রেমিকাকে আইফোন, হবু শাশুড়িকে ফ্ল্যাট উপহার! হাওড়ার যুবকের কীর্তিতে হতবাক পুলিশ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement