সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি সামাল দিতে গিয়ে সেই মারণ রোগে আক্রান্ত হচ্ছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরাই। ফলে কিছুটা হলেও চিকিৎসা পরিষেবা ব্যহত হচ্ছে। তাঁদের সুরক্ষা দিতে প্রয়োজন পিপিই কিট। তার দামও অনেকটা বেশি। যোগানেও সমস্যা রয়েছে। তাই এবার চিকিৎসক তথা স্বাস্থ্যকর্মীদের সুস্থ রাখতে বিশেষ সুরক্ষা যন্ত্র তৈরি করছে গুয়াহাটি আইআইটি-র ছাত্ররা।
গুয়াহাটি আইআইটি-র ছাত্ররা কম খরচে ‘ইনকিউবেশন বক্স’ তৈরি করছেন। যা কোভিড-১৯ (COVID-19) রোগীদের হাসপাতালের শয্যার উপর রাখা থাকবে ওই কিউবেশন বক্স। যা এয়ারোসল আটকাবে। ফলে রোগীদের ভাইরাস থাকা ড্রপলেট চিকিৎসকদের কাছে পৌঁছবে না। ফলে তাঁদের আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কমবে। এই ইনকিউবেশন বক্সের তৈরির খরচও কম। বিনামূল্যে তাঁরা হাসপাতালে সরবরাহ করবেন বলেও জানিয়েছেন।
IIT, Guwahati students have designed & developed low-cost intubation boxes. The device functions as an aerosol obstruction box which is placed atop the patient bed, limiting flow of virus-laden droplets from patient to doctor,especially during process of intubation: IIT, Guwahati pic.twitter.com/90Dl3YeAEZ
— ANI (@ANI) April 30, 2020
এই বক্স তৈরি করতে ক্রাউড ফান্ডিং শুরু করেছে ওই ছাত্রছাত্রীরায। জানা গিয়েছে, মাত্র ছয় ঘণ্টায় প্রায় ৫০ হাজার টাকা তুলেছেন ওই ছাত্রছাত্রীরা। সেই টাকায় দ্রুত ওই ইনকিউবেশন বক্স তৈরি করতে শুরু করবেন তাঁরা।
The team has started a crowdfunding campaign in order to manufacture these boxes and provide them to government hospitals for free. The campaign raised a record INR 50,000 within six hours of launching: IIT, Guwahati https://t.co/x1dqsQVa75
— ANI (@ANI) April 30, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.