Advertisement
Advertisement
ডিটেনশন ক্যাম্প

অসমে করোনা আতঙ্ক, ডিটেনশন ক্যাম্প থেকে বন্দি মুক্তিতে সায় সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টের পরামর্শ ভেবে দেখবে রাজ্য সরকার।

Prisoners can be released from detention center of Assam: SC
Published by: Paramita Paul
  • Posted:April 13, 2020 4:02 pm
  • Updated:August 21, 2020 1:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে করোনা পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এমন পরিস্থিতিতে অসমের ডিটেনশন ক্যাম্পে দু’বছরের বেশিদিন ধরে থাকা আবাসিকদের ব্যক্তিগত বন্ডে মুক্তি দেওয়া যেতে পারে। সোমবার এমন পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। দেশের বর্তমান পরিস্থিতিতে জেলবন্দিদের ছেড়ে দেওয়া হবে কিনা তা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি ছিল।সেই শুনানি চলাকালীন এহেন পরামর্শ দেয় শীর্ষ আদালত।

সময়ের সঙ্গে সঙ্গে আরও প্রাণঘাতী হয়ে উঠছে নোভেল করোনা ভাইরাস। ক্রমশ আয়ত্তের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। মারণ জীবাণু প্রাণ কেড়েছে বিশ্বের লক্ষাধিক মানুষের। মার্কিন মুলুকে করোনার ভয়াবহতা চিন, ইটালিকেও ছাপিয়ে গিয়েছে। ভারতেও অব্যাহত করোনা ভাইরাসের দাপট। দেশে মৃতের সংখ্যা ৩০৮। আক্রান্ত ৯ হাজার পেরিয়ে গিয়েছে। সুস্থ হয়েছেন ৮৫৬ জন। পরিস্থিতি সামাল দিতে কয়েকটি রাজ্যে ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউনের সময়সীমা। স্পর্শকাতর এলাকাগুলি চিহ্নিত করে সিল করার পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। মহারাষ্ট্র, দিল্লি, গুজরাটের পর পশ্চিমবঙ্গেও বাড়ির বাইরে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। এমন পরিস্থিতিতে জেলবন্দীদের মুক্তি দেওয়ার বিষয় নিয়ে একাধিক পিটিশাম জমা পড়েছে।

[আরও পড়ুন : ‘লকডাউন ভেঙে রাস্তায় কেন’, জানতে চাইতেই পুলিশকর্মীদের গণপিটুনি]

অসমের ডিটেনশন ক্যাম্পগুলির পরিবেশ নিয়ে বারবার অভিযোগ উঠেছে। সেখানকার বাসিন্দারা অভিযোগ করে বলেছেন, অপরিচ্ছন্ন স্বল্প জায়গার মধ্যে বহু মানুষকে থাকতে হচ্ছে। ফলে সেখানে করোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। আর তাই বন্দিদের মুক্তি দেওয়ার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। এদিকে এদিন থেকেই সপ্তাহে সাতদিন অসমে মদের দোকান খোলা থাকবে। মেঘালয়ে শনি ও রবিবার বাদ দিয়ে সবদিন মদের দোকান খোলা রাখা হবে। তবে সামাজিক দূরত্ব বজায় রেখেই দোকানে বিকিকিনি করতে হবে বলে রাজ্য সরকার জানিয়েছে।

[আরও পড়ুন : করোনা আক্রান্তের সংস্পর্শে আসার ফল, সেল্‌ফ কোয়ারেন্টাইনে মহারাষ্ট্রের আবাসন মন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement